Image

কেনো অধিনায়কত্ব ছেড়েছিলেন বাবর, জানালেন সাবেক পিসিবি চেয়ারম্যান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কেনো অধিনায়কত্ব ছেড়েছিলেন বাবর, জানালেন সাবেক পিসিবি চেয়ারম্যান

কেনো অধিনায়কত্ব ছেড়েছিলেন বাবর, জানালেন সাবেক পিসিবি চেয়ারম্যান

কেনো অধিনায়কত্ব ছেড়েছিলেন বাবর, জানালেন সাবেক পিসিবি চেয়ারম্যান

এশিয়া কাপে ফাইনাল না খেলতে পারার ব্যর্থতা, ওডিআই বিশ্বকাপে সেমিফাইনালে না উঠতে পারার হতাশা– এমন অনেক কারণ ছিল বাবর আজমের নেতৃত্ব ছাড়ার পেছনে। আর আলোচনা তো পিছু ছাড়েনি। সমালোচকরা প্রশ্ন তুলেছেন বারবার, কোন কারণে এখনো বাবরকে রাখা হয়েছে অধিনায়কের দায়িত্বে। এমন অবস্থায় তৎকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ বাবরকে প্রস্তাব দিয়েছিলেন সাদা বলের দায়িত্ব ছাড়ার। 

শনিবার (৬ এপ্রিল) লাহোরে গণমাধ্যমের সাথে আলাপকালে সাবেক পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, কোন পর্যায়ে এসে বাবর অধিনায়কের দায়িত্ব ছাড়েন। যখন দায়িত্ব পালন করতে গিয়ে দল খারাপ পারফরম্যান্স করছে আইসিসি ও এসিসি টুর্নামেন্টে, তখন বাবরের মনে হতাশা কাজ করে। 

শুধু বাবরের নিজের সিদ্ধান্ত যে এমন ছিল, তা নয়। আশরাফ জানিয়েছেন, সাদা বলের দায়িত্ব যাতে তিনি ছেড়ে দেয়। তবে লাল বলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যায়। তবে বাবর এই প্রস্তাবে জানিয়েছেন, দায়িত্ব ছাড়ার প্রসঙ্গ এলে, তিন সংস্করণের নেতৃত্ব তিনি ছাড়তে চান। 

আশরাফ তখনকার কথা স্মরণ করে বলেন, “আমি বাবরকে বলেছিলাম লাল বলের অধিনায়কত্ব রাখতে। তবে আমরা সাদা বলে একজন নতুন অধিনায়ক করতে চাই। তবে সে জানায়, সে এক সংস্করণে অধিনায়কত্ব করার চেয়ে সব সংস্করণ থেকে সরে দাঁড়াতে চায়। আমি জানিয়েছিলাম, তার উচিত একজন সাধারণ সদস্য হিসেবে পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলে যাওয়া। অধিনায়কের চাপ নিয়ে সামলিয়ে থাকাটা কিছুটা চ্যালেঞ্জিং।” 

এরপর বাবর ৩ সংস্করণের দায়িত্ব থেকে সরে দাঁড়ান৷ তখন শাহীন শাহ আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয় এবং শান মাসুদকে দেওয়া হয় টেস্টের দায়িত্বে। খুব সম্প্রতি আফ্রিদিকে সরিয়ে আবারও বাবরকে সাদা বলের দায়িত্বে আনা হয়েছে। যা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তান ক্রিকেট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three