Image

যা চেয়েছিলেন শান্ত, সাকিব তার বেশিই দিয়েছেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
যা চেয়েছিলেন শান্ত, সাকিব তার বেশিই দিয়েছেন

যা চেয়েছিলেন শান্ত, সাকিব তার বেশিই দিয়েছেন

যা চেয়েছিলেন শান্ত, সাকিব তার বেশিই দিয়েছেন

সাকিব আল হাসানের কাছ থেকে যা চেয়েছিলেন তার বেশিই পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এই সাকিব আল হাসানই ছিলেন ছুটিতে। এই টেস্টে খেলার কথা ছিল না বিশ্বসেরা এই অলরাউন্ডারের। তবে ছুটি ভেঙে টাইগার শিবিরে সাকিব খেলেছেন তার মতোই। নিজে পারফর্ম করলেও দলকে রাঙাতে পারেননি জয়ে।

এক বছর পর টেস্ট ক্রিকেটে ফেরা সাকিব বল হাতে প্রথম ইনিংসে সর্বোচ্চ তিন উইকেট পান, তবে পরের ইনিংসে তার ঝুলিতে একটির বেশি উইকেট আসেনি। ব্যাট হাতেও সাকিব খুব বেশি আলো ছড়াতে পারেননি, এক ইনিংসে ১৫। দ্বিতীয় ইনিংসে সাকিবের ব্যাট থেকে আসে ৩৬ রান।

তবুও সাকিবকে নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শোনালেন প্রশংসা,

'যতটুকু আশা করেছিলাম তার চেয়ে বেশি পেয়েছি তার কাছ থেকে। সত্যি কথা। টেস্ট ক্রিকেটে এমন অভিজ্ঞ প্লেয়ার থাকলে সবসময় সাহায্য হয়। মাঠে প্রত্যেকটা প্লেয়ারকে ফিডব্যাকও দিয়েছে। অনেক সাহায্য হয়েছে আমাদের।'

সাকিব আল হাসান ম্যাচ খেলবে, আগে থেকে জানাটা কতটা জরুরি? এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, 'সাকিব ভাই টেস্ট খেলার ব্যাপারে আমরা আগে থেকেই জানতাম যে উনি দ্বিতীয় টেস্টে খেলবে। আমরা বেশ আগে থেকেই জানতাম। প্রস্তুতির ব্যাপার যদি বলেন ঠিক ছিলেন। হ্যাঁ অবশ্যই আগে থেকে জানতে পারলে ভালো হবে দলের জন্য। আমি আশা করব যে আগে থেকেই জানতে পারব তখন প্ল্যানটা ক্লিয়ারলি থাকে অই তথ্যটা দিয়ে দেয়। উনি অনেকদিন খেলার পর ৩৭ বছর খেলতেসে প্রায় ১ বছর পরে খেলতেসে।'

Details Bottom
Details ad One
Details Two
Details Three