বিসিবি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ভিত্তিহীন, অপপ্রচারে আইনি পথে বোর্ড

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিসিবি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ভিত্তিহীন, অপপ্রচারে আইনি পথে বোর্ড

বিসিবি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ভিত্তিহীন, অপপ্রচারে আইনি পথে বোর্ড

বিসিবি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ভিত্তিহীন, অপপ্রচারে আইনি পথে বোর্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছে বিসিবি। বোর্ডের দাবি, সভাপতির বিরুদ্ধে কোনো ধরনের তদন্ত চলছে এমন তথ্য পুরোপুরি মিথ্যা ও সাজানো।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিসিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের স্বাধীন চেয়ারম্যান অ্যালেক্স মার্শালের নাম ব্যবহার করে যে তদন্তের দাবি করা হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। বিষয়টি নিয়ে অ্যালেক্স মার্শাল নিজেই লিখিতভাবে বিসিবিকে নিশ্চিত করেছেন যে তিনি এমন কোনো তদন্ত পরিচালনা করছেন না। তাঁর ভাষ্য অনুযায়ী, বিসিবি সভাপতি তাঁর দ্বারা তদন্তাধীন এমন দাবি সম্পূর্ণ অসত্য ও কল্পনাপ্রসূত।

বিসিবির মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া গভীর উদ্বেগজনক। বোর্ড মনে করছে, এটি সভাপতির ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি দেশের ক্রিকেট প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করার একটি সুপরিকল্পিত চেষ্টা।

এই পরিস্থিতিতে আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে বিসিবি। ভুয়া তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৩৮৬৭, তারিখ ৩০ জানুয়ারি ২০২৬, যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিসিবি যেকোনো ধরনের মানহানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। বোর্ড, এর কর্মকর্তা কিংবা খেলোয়াড়দের লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্ল্যাটফর্মের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বিসিবি সাধারণ মানুষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে যাচাইহীন তথ্য প্রচার বা শেয়ার না করতে এবং সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য কেবলমাত্র অফিসিয়াল সূত্রের ওপর নির্ভর করতে।