আয়ারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 মিনিট আগে
আয়ারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ
নতুন ফরম্যাট, নতুন চ্যালেঞ্জ। টেস্ট সিরিজ শেষে এবার দ্রুত ছন্দ পাল্টে টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সিরিজের প্রথম ম্যাচে দুই দল নামবে মাঠে। শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে টানা সিরিজ জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় টাইগাররা। যদিও সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিলো টাইগাররা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে দল নির্বাচন নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন অধিনায়ক লিটন দাস। বিশেষ করে শামীম পাটোয়ারীর অনুপস্থিতিতে ক্ষোভ ঝরেছে তাঁর কণ্ঠে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামলে বাংলাদেশই ম্যাচ নিয়ন্ত্রণ করবে বলে মনে করেন লিটন।
টপ অর্ডার ও বোলিং বিভাগ নিয়ে স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। কিন্তু মিডল অর্ডারের অনিয়মিত পারফরম্যান্স এখনও ভাবাচ্ছে। তাওহীদ হৃদয় ও জাকের আলী ছন্দ খুঁজে পাচ্ছেন না, নুরুল হাসান সোহানের অভিজ্ঞতা থাকলেও বড় ইনিংসের অভাব ভোগাচ্ছে দলকে। নতুনভাবে ডাক পাওয়া মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটও সম্প্রতি নীরব ‘এ’ দলের হয়ে।
কন্ডিশন মাথায় রেখে প্রথম ম্যাচে তিন পেসার নিয়ে নামতে পারে বাংলাদেশ। স্পিন বিভাগে রিশাদ হোসেন ও নাসুম আহমেদের একাদশে থাকার সম্ভাবনাই বেশি। টপ অর্ডারে ভরসা থাকবে সাইফ হাসান, লিটন দাস ও তানজিদ তামিমদের ওপর।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
