বিসিএসএ ব্লাস্ট উপলক্ষে ইউনাইটেড কিংস ঢাকার জার্সি উন্মোচন

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিসিএসএ ব্লাস্ট উপলক্ষে ইউনাইটেড কিংস ঢাকার জার্সি উন্মোচন

বিসিএসএ ব্লাস্ট উপলক্ষে ইউনাইটেড কিংস ঢাকার জার্সি উন্মোচন

বিসিএসএ ব্লাস্ট উপলক্ষে ইউনাইটেড কিংস ঢাকার জার্সি উন্মোচন

বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশন (বিসিএসএ) আয়োজিত আসন্ন বিসিএসএ ব্লাস্ট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ উপলক্ষে ইউনাইটেড কিংস ঢাকা দলের জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর ফার্মগেটে অবস্থিত শুকতারা রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে দলের খেলোয়াড়দের উপস্থিতিতে জার্সি  উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে ইংল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্রাঞ্চাইজির অন্যতম মালিক নিশাত জাহিদ বলেন,
“ক্রিকেট আমার ধ্যান-জ্ঞান। সবসময় খেলাধুলার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি। দেশের বাইরে থাকলেও মন পড়ে থাকে বাংলাদেশের ক্রিকেটে। সেই ভালোবাসা থেকেই বিসিএসএ টুর্নামেন্টে নিয়মিত দল গঠন করি।”

এসময় দলটির আরেক মালিক তাহমিদ হাসান যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে দলের প্রতি নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, দলের শিরোপা জয়ে মালিকপক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসএ-এর সাবেক সহ সভাপতি ও বিশ্ব ভ্রমণকারী তানভির আহমেদ। তিনি বলেন, “বিসিএসএ-এর মূল লক্ষ্যই হলো বাংলাদেশ ক্রিকেটকে সাপোর্ট করা। সে দিক থেকে এই টুর্নামেন্ট একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।” তিনি টুর্নামেন্ট আয়োজনের জন্য বিসিএসএ টুর্নামেন্ট কমিটিকে ধন্যবাদ জানান। এছাড়া দলটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে গ্লোবাল ট্রাভেলস বাংলাদেশ। 

বিসিএসএ-এর সার্বিক সহযোগিতায় আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) উত্তরা ফুটবল গ্রাউন্ডে দিনব্যাপী অনুষ্ঠিত হবে বিসিএসএ ব্লাস্ট ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ আসর। প্রতিবারের মতো এবারও চারটি শক্তিশালী দল অংশ নিচ্ছে— রাজশাহী ওয়ারিয়র্স, পাইরেটস অব চট্টগ্রাম, খুলনা ব্রেভস এবং ইউনাইটেড কিংস ঢাকা।