ভারত-পাকিস্তানে অস্থিরতা, তবে পিএসএল চলবে সূচি অনুযায়ীই
-
1
ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করল ভারত
-
2
আফগানিস্তানের সাথে শেষ ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি নিতে চান রিশাদ
-
3
সরাসরি বিশ্বকাপে খেলবেন বলেই বিশ্বাস রিশাদের
-
4
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়তে পারল না বাঘিনীরা
-
5
অটুট মিরাজের অধীনে ওয়ানডে দল সংকটে তবুও ফারুক আহমেদের আস্থা মিরাজেই

ভারত-পাকিস্তানে অস্থিরতা, তবে পিএসএল চলবে সূচি অনুযায়ীই
ভারত-পাকিস্তানে অস্থিরতা, তবে পিএসএল চলবে সূচি অনুযায়ীই
পাকিস্তান ও ভারতের মধ্যকার রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। খবর আসছে দুই দেশেরই একে অপরের ওপর হাম'লার। এর মধ্যে চলমান পিএসএল (পাকিস্তান সুপার লিগ) মাঠে সময়মত গড়াবে কিনা তা নিয়ে শঙ্কা ছিল। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি জানিয়েছে, পরিকল্পনামতোই চলবে এইচবিএল পিএসএলের দশম আসরের বাকিটা, আজ রাওয়ালপিন্ডিতে মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটরস।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিশ্চিত করেছে যে, এইচবিএল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এক্স পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই চলবে। আজই রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটরস।
টস অনুষ্ঠিত হবে পাকিস্তান সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এবং প্রথম বলটি মাঠে গড়াবে রাত ৮টায়।
আজকের ম্যাচের মধ্য দিয়ে রাওয়ালপিন্ডিতে ফিরছে এইচবিএল পিএসএল, যেখানে আগামী ৭, ৮, ৯ ও ১০ মে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১১ মে মুলতানে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ।
১৩ মে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার। এরপর গাদ্দাফি স্টেডিয়ামে ১৪, ১৬ ও ১৮ মে যথাক্রমে এলিমিনেটর-১, এলিমিনেটর-২ এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।