Image

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 23 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ

ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৫ বছর বয়সী এই ব্যাটার শেষবার ওয়ানডেতে খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে। দুবাইয়ের সেমিফাইনালে ৭৩ রানের ইনিংস খেলেও জেতাতে ব্যর্থ হন দলকে।

স্মিথ ওয়ানডেতে মোট ১৭০ ম্যাচ খেলেছেন, যেখানে ৫৮০০ রান করেছেন ৪৩.২৮ গড় ও ৮৬.৯৬ স্ট্রাইক রেটে। তার নামের পাশে রয়েছে ১২টি সেঞ্চুরি ও ৩৫টি ফিফটি। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করা ১৬৪ রান তার সর্বোচ্চ ওয়ানডে স্কোর। ক্যারিয়ারের শুরুতে লেগ স্পিনার হিসেবে দলে আসা স্মিথ ২৮টি উইকেট নেওয়ার পাশাপাশি ৯০টি ক্যাচও ধরেছেন।

সেমিফাইনালে ভারতের কাছে পরাজয়ের পর ড্রেসিংরুমে সতীর্থদের নিজের সিদ্ধান্ত জানান স্মিথ। যদিও তিনি টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন। স্মিথ বলেন, "এটা দারুণ এক যাত্রা ছিল, আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। দুটি বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা অসাধারণ, আর দুর্দান্ত সব সতীর্থের সঙ্গে খেলার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের বিষয়।"

তিনি আরও বলেন, "এখন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করার সময়, তাই আমি জায়গা ছেড়ে দেওয়াই যথার্থ মনে করছি। তবে টেস্ট ক্রিকেট আমার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার এবং সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালসহ গুরুত্বপূর্ণ সিরিজগুলো নিয়ে আমি রোমাঞ্চিত।"

স্মিথ ছিলেন ২০১৫ ও ২০২৩ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অংশ। তিনি মাইকেল ক্লার্কের পর ওয়ানডে দলের অধিনায়কত্ব গ্রহণ করেন এবং ৬৪ ম্যাচে নেতৃত্ব দেন, যেখানে ৩২টি জয় ও ২৮টি পরাজয় ছিল তার অধীনে। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে তিনি অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি স্মিথের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেন, "আমরা স্টিভের সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে সমর্থন করি। তার ব্যাটিং পরিসংখ্যান অসাধারণ এবং দুইবার বিশ্বকাপ জেতার মাধ্যমে তিনি নিজের উত্তরাধিকার নিশ্চিত করেছেন। তবে তিনি এখনও টেস্ট দলে গুরুত্বপূর্ণ সদস্য এবং নেতা।"

ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিলেও, স্মিথের নজর এখন টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের সেরাটা দেওয়ার দিকে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three