অবসরের পর মার্শের কাছে মার্শের কাছে দুঃখ প্রকাশ করলেন স্টার্ক
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 28 সেকেন্ড আগে
অবসরের পর মার্শের কাছে মার্শের কাছে দুঃখ প্রকাশ করলেন স্টার্ক
অবসরের পর মার্শের কাছে মার্শের কাছে দুঃখ প্রকাশ করলেন স্টার্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের অবসরের ঘোষণা যেন বজ্রপাতের মতো চমকে দিয়েছে সমর্থক থেকে সতীর্থ সবাইকে। তবে সবচেয়ে বেশি বিস্মিত হয়েছেন বর্তমান অধিনায়ক মিচেল মার্শ। কারণ, দলের নেতা হয়েও বিষয়টি আগে জানতে পারেননি তিনি।
আগামী বছরের ব্যস্ত টেস্ট সূচি এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে গত মঙ্গলবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন স্টার্ক। এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে ৬৫ ম্যাচে ৭৯ উইকেট শিকার করা পেসারকে পেছনে ফেলতে পারেননি দলের অন্য কোনো ফাস্ট বোলার। কেবল লেগস্পিনার অ্যাডাম জ্যাম্পা আছেন তার ওপরে, ১৩০ উইকেট নিয়ে।
অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টি অধ্যায়ের শেষ টানলেও টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে খেলার পরিকল্পনা চালিয়ে যেতে চান স্টার্ক। তবে অবসরের সিদ্ধান্ত জানিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। কারণ, বিষয়টি জানানো হয়নি অধিনায়ককে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মার্শ জানতে পারেন সতীর্থের বিদায়ের খবর।
স্টার্ক বলেন, "আমার সম্ভবত মিচিকে (মিচেল মার্শ) ফোন করা উচিত ছিল। সে আমাকে ম্যাসেজ দিয়েছে এবং বলেছে সে ইনস্টাগ্রামের মাধ্যমে আমার অবসরের কথা জানতে পেরেছে। এটার জন্য আমার খারাপ লেগেছে—আমি অধিনায়ককে জানাইনি। দুঃখিত, মিচি।"
অবসরের আগে কেবল কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড এবং দুই সতীর্থ পেসার প্যাট কামিন্স ও জশ হেইজেলউডকে সিদ্ধান্তটি জানিয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গে স্টার্ক আরো বলেন,
"আমি তাদেরকে (কোচ ও দুই সতীর্থ) জানিয়েছিলাম, এনিয়ে কিছু জিজ্ঞেস করিনি। রনির (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) সঙ্গে কথা বলেছিলাম, এরপর ওই দুইজনকে (কামিন্স ও হেইজেলউড) বলেছি যে, অবসর নিচ্ছি। হ্যাঁ, প্রায় এমন কিছুই ঘটেছিল।"
ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া হারালো তাদের অন্যতম সফল ফাস্ট বোলারকে। আর মিচেল মার্শ পেলেন এক অপ্রত্যাশিত ধাক্কা।