Image

দক্ষিণ আফ্রিকা সিরিজে ফিরলেন হেড, হ্যাজেলউড

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 19 ঘন্টা আগেআপডেট: 1 ঘন্টা আগে
দক্ষিণ আফ্রিকা সিরিজে ফিরলেন হেড, হ্যাজেলউড

দক্ষিণ আফ্রিকা সিরিজে ফিরলেন হেড, হ্যাজেলউড

দক্ষিণ আফ্রিকা সিরিজে ফিরলেন হেড, হ্যাজেলউড

অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার ট্রাভিস হেড আর জশ হ্যাজেলউড সম্প্রতি সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করেছেন। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের দলে ফিরেছেন তারা। 

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য হেড-হ্যাজেলউড দলে নেওয়া হয়নি, যে সিরিজে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জিতেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই সিরিজের জন্য মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সকেও বিবেচনা করা হয়নি এবং ব্যস্ত হোম মৌসুমের আগে তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। কামিন্সের অনুপস্থিতির ফলে, মিচেল মার্শ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন।

১০ আগস্ট ডারউইনে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে সিরিজটি শুরু হবে। দক্ষিণ আফ্রিকা ম্যাকেতে আরও দুটি ওয়ানডে ম্যাচের মাধ্যমে তাদের সফর শেষ করার আগে কেয়ার্নসে শেষ টি-টোয়েন্টি এবং প্রথম ওয়ানডে খেলা হবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল-

মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, টিম ডেভিড, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল-

মিচেল মার্শ (অধিনায়ক), জ্যাভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ার্শুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেইন, ল্যান্স মরিস, মিচেল ওয়েন, ম্যাথু শর্ট, অ্যাডাম জাম্পা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three