Image

বেতন বাড়ল কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের, কে কত পাচ্ছেন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 11 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বেতন বাড়ল কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের, কে কত পাচ্ছেন

বেতন বাড়ল কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের, কে কত পাচ্ছেন

বেতন বাড়ল কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের, কে কত পাচ্ছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নজর দিচ্ছে নারী ক্রিকেটারদের প্রতি। শনিবার (২১ ডিসেম্বর) বোর্ডের ১৬ তম সভায় সিদ্ধান্ত হয়েছে নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বৃদ্ধির। 

১ অক্টোবর, ২০২৪ থেকে ৩০ জুন, ২০২৫ অব্দি নারী ক্রিকেটারদের কারা কেন্দ্রীয় চুক্তিতে আছেন তাঁদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। 

নতুন বেতন গ্রেডে কে কোন গ্রেডে আছেন- 

গ্রেড 'এ'-নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, রিতু মনি, নাহিদা আক্তার।

গ্রেড 'বি'-ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া।

গ্রেড 'সি'-সোবহানা মোস্তারি, লতা মন্ডল, জাহানারা আলম, স্বর্ণা আক্তার। 

গ্রেড 'ডি'- দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার ও সাথী রাণি। 

শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন ও মারুফা আক্তার 'সি' গ্রেড থেকে 'বি' গ্রেডে উন্নীত হয়েছেন। 'ডি' গ্রেড থেকে 'বি' গ্রেডে উন্নীত হয়েছেন রাবেয়া। 'ডি' গ্রেড থেকে 'সি' গ্রেডে উন্নীত হয়েছেন স্বর্ণা আক্তার। 

এর আগে গ্রেড 'এ' তে থাকা ক্রিকেটারদের মাসিক বেতন ছিল ১ লক্ষ টাকা,  এখন বেড়ে হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা। গ্রেড 'বি' তে ৮০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা, গ্রেড 'সি' তে ৬০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা। গ্রেড 'ডি' তে ৫০ হাজার টাকা থেকে ৬০ হজাার টাকা করা হয়েছে।   
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three