Image

র‍্যাংকিংয়ে কোহলিকে পছনে ফেললেন রিশাব পান্ট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
র‍্যাংকিংয়ে কোহলিকে পছনে ফেললেন রিশাব পান্ট

র‍্যাংকিংয়ে কোহলিকে পছনে ফেললেন রিশাব পান্ট

র‍্যাংকিংয়ে কোহলিকে পছনে ফেললেন রিশাব পান্ট

আইসিসির টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন রিশাব পান্ট। ভারতের বাঁহাতি এই উইকেটরক্ষক ব্যাটার পেছনে ফেলেছেন স্বদেশী তারকা ব্যাটার ভিরাট কোহলিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২০ এবং দ্বিতীয় ইনিংসে ৯৯ রান করে র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন রিশাব পান্ট।

টেস্টে ব্যাটিং র‍্যাংকিংয়ে এখনো শীর্ষেই রয়েছেন ইংল্যান্ডের জো রুট। দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তৃতীয় স্থানে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও চতুর্থ স্থানে ভারতের যশস্বী জয়সাওয়াল। অষ্টম স্থানে ভিরাট কোহলি।

ইংলিশ ওপেনার বেন ডাকেট সেরা দশের খুব কাছে। পাকিস্তানের বিপক্ষে ১১৪ রানের ইনিংস খেলে তিনি উঠে এসেছেন ১১ নম্বরে। পাকিস্তানি ব্যাটার সালমান আলি আগা ৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ক্যারিয়ার সেরা ১৪ নম্বরে। শেষ ৪ ইনিংসের ৩ টিতেই ৫০ পার করা সালমান এখন পাকিস্তানের সর্বোচ্চ র‍্যাংকড ব্যাটার, পেছনে ফেলেছেন বাবর আজম (১৯), মোহাম্মদ রিজওয়ান (২১) ও সৌদ শাকিলকে (২৭)। 

নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ৩৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৮ নম্বরে। ১২ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে উঠে এসেছেন ডেভন কনওয়ে।  

অন্যদিকে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের গতি তারকা ম্যাট হেনরি। ২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা রেটিং নিয়ে ৯ নম্বরে আছেন তিনি। তার সতীর্থ উইল ও'রউরর্ক একই ম্যাচে ৭ উইকেট নিয়ে র‍্যাংকিংয়ে দুই ধাপ উন্নতি করে এখন অবস্থান করছেন ৩৯ নাম্বারে। 

পাকিস্তানের স্পিনার নোমান আলি ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে ১১ উইকেট নেওয়ার পর টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে ১৭ তম অবস্থানে আছেন। একই ম্যাচে পারফর্ম করে সাজিদ খান ২২ ধাপ এগিয়ে আছেন ৫০ এ। অন্যদিকে বোলারদের মধ্যে শীর্ষে ভারতের জাসপ্রীত বুমরাহ ও দ্বিতীয় স্থানে তাঁর স্বদেশী রবিচন্দ্রন অশ্বিন।

আইসিসি টি-টোয়েন্টি বোলার র‍্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে ৮ এ উঠে এসেছেন লঙ্কান ব্যাটার পাথুম নিসাঙ্কা। ৬ ধাপ এগিয়ে ১২ তে কুশল মেন্ডিস। সতীর্থ মাহিশ থিকশানা বোলারদের র‍্যাংকিংয়ে ৩ এ উঠে এসেছেন। ১ ধাপ এগিয়ে র‍্যাংকিংয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা এখন ৬ষ্ঠ সেরা টি-টোয়েন্টি বোলার।

ওয়ানিন্দু হাসারাঙ্গা ওয়ানডে বোলারদের তালিকায় ২ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন। চারিথ আসালাঙ্গা ২ ধাপ এগিয়ে আছেন ১২ নম্বরে।   

Details Bottom
Details ad One
Details Two
Details Three