ফাতিমা সানার নেতৃত্বে পাকিস্তানের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 5
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
ফাতিমা সানার নেতৃত্বে পাকিস্তানের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
ফাতিমা সানার নেতৃত্বে পাকিস্তানের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
ফাতিমা সানাকে অধিনায়ক করে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নারী জাতীয় নির্বাচক কমিটির সর্বসম্মতিক্রমে ৩ থেকে ২০ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এই দল নির্বাচন করা হয়।
২২ বছর বয়সী ফাতিমা সানা ৪১ টি ওয়ানডে এবং ৪০ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তাছাড়া তিনি পাকিস্তানের উদীয়মান এবং ঘরোয়া দলের নেতৃত্ব দিয়েছেন। বিশ্বকাপে পাকিস্তানের সাথে গ্রুপ এ-তে আরো আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা।
গত মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে স্কোয়াড থেকে বিশ্বকাপ স্কোয়াডে শুধুমাত্র একটি পরিবর্তন এনেছে পাকিস্তানের নির্বাচক কমিটি। ডানহাতি ব্যাটার সাদাফ শামাস দলে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার নাজিহা আলভির জায়গায়। যদিও মূল স্কোয়াডে না থাকলেও ট্রাভেলিং রিজার্ভ হিসাবে আছেন তিনি।
২০২৩ আসরে খেলা আলিয়া রিয়াজ, ফাতিমা সানা, মুনীবা আলি, নাশ্রা সান্ধু, নিদা দার, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, সিদ্রা আমিন ও তুবা হাসান- এই ১০ ক্রিকেটার এবারও আছেন। সেরা ১৫ তে আছেন আনক্যাপড বাঁহাতি পেসার তাসমিয়া রুবাব।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর জন্য পাকিস্তানের স্কোয়াড:
ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়ানা বেগ, গুল ফিরোজা, ইরাম জাভেদ, মুনীবা আলি (উইকেটরক্ষক), নাশ্রা সান্ধু, নিদা দার, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল (ফিটনেস টেস্টে উতরে যাওয়া স্বাপেক্ষে), সিদ্রা আমিন, সৈয়দা আরুব শাহ, তাসমিয়া রুবাব ও তুবা হাসান।
ট্রাভেলিং রিজার্ভ: নাজিহা আলভি (উইকেট-রক্ষক),
নন-ট্রাভেলিং রিজার্ভ:রামিন শামীম এবং উম্মে-ই-হানি।