সিলেটে ৯ উইকেট পাওয়া মুজারাবানি আইসিসি র্যাংকিংয়ে দিলেন বড় লাফ
-
1
বিপিএলে এবার খেলবে পাঁচ দল, চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা
-
2
পোস্টার বিতর্কে মুখ খুললেন আসিফ আকবর, বললেন সাকিবের প্রতি সফট কর্নারের কথা
-
3
নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি
-
4
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
-
5
আয়ারল্যান্ড সিরিজে জয়ের প্রত্যাবর্তন, শান্তর নেতৃত্বে টেস্ট দল ঘোষণা
সিলেটে ৯ উইকেট পাওয়া মুজারাবানি আইসিসি র্যাংকিংয়ে দিলেন বড় লাফ
সিলেটে ৯ উইকেট পাওয়া মুজারাবানি আইসিসি র্যাংকিংয়ে দিলেন বড় লাফ
সিলেট টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। আইসিসি টেস্ট বোলার র্যাংকিংয়ে ৭০৫ রেটিং নিয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে পৌঁছেছেন এই ডানহাতি পেসার। এক ম্যাচে ৯ উইকেট নেওয়া মুজারাবানি উঠেছেন বোলারদের র্যাংকিংয়ে ১৫তম স্থানে। আইসিসি র্যাংকিংয়ে ৭০০ পয়েন্ট অতিক্রম করা মুজারাবানি হলেন মাত্র দ্বিতীয় জিম্বাবুয়ান বোলার।
প্রায় দুই বছর পর টেস্ট দলে ফিরেই পাঁচ উইকেট নিয়ে র্যাংকিংয়ে ৬৮তম স্থানে ফিরেছেন ওয়েলিংটন মাসাকাদজা।
বাংলাদেশের হয়ে সেরা পারফরম্যান্স ছিল স্পিনার মেহেদী হাসান মিরাজের। ম্যাচে ১০ উইকেট নেওয়ায় তিনি চার ধাপ এগিয়ে এখন রয়েছেন ২৬ নম্বরে।
ব্যাটারদের র্যাংকিংয়েও উন্নতি করেছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। প্রথম ইনিংসে ৫৬ ও দ্বিতীয় ইনিংসে ৪৭ রান করা মুমিনুল হক পাঁচ ধাপ এগিয়ে এখন ৪৮তম স্থানে। দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করা জাকের আলি এগিয়েছেন ১০ ধাপ, অবস্থান এখন ৫০তম। দুই ইনিংসে ৪০ ও ৬০ রান করা নাজমুল হোসেন শান্ত উঠেছেন ৫৩ নম্বরে।
এদিকে, টেস্ট ব্যাটারদের তালিকার শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। জিম্বাবুয়ের ব্রায়ান বেনেট প্রথমবারের মতো প্রবেশ করেছেন টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ ১০০-তে, বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসে হাফসেঞ্চুরি করে তিনি উঠে এসেছেন ৯০তম স্থানে।
