পাঞ্জাবের রান তাড়ায় সতীর্থরা ব্যর্থ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পাঞ্জাবের রান তাড়ায় সতীর্থরা ব্যর্থ

পাঞ্জাবের রান তাড়ায় সতীর্থরা ব্যর্থ

পাঞ্জাবের রান তাড়ায় সতীর্থরা ব্যর্থ

পরপর দুই ম্যাচে হারের স্বাদ পেল পাঞ্জাব কিংস। নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ২১ রানে হেরেছে পাঞ্জাব। টসে জিতে ঘরের মাটিতে প্রথমে ব্যাট করতে নামে লক্ষ্ণৌ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রানের সংগ্রহ তোলে দলটি। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রানে থামে পাঞ্জাবের ইনিংস।

বড় লক্ষ্যমাত্রা মাথায় নিয়ে ব্যাট করতে নামে পাঞ্জাব কিংস। দলের পক্ষে দুই ওপেনার শিখর ধাওয়ান ও জনি বেয়ারস্টো- দুজনেই ব্যাট হাতে জ্বলে ওঠেন আজ। তবে এই দুইজনকে সমর্থন দেওয়ার মতো ব্যাটারের অভাব ছিল পাঞ্জাবে। ১২তম ওভারের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে।

দলীয় ১০২ রানে বেয়ারস্টো ফেরেন ৪২ (৩৯) রানে। মায়াঙ্ক যাদবের ডেলিভারিতে ক্যাচ তুলে বিদায় নিয়েছেন। বেয়ারস্টো ফিফটির দেখা না পেলেও ধাওয়ান ঠিকই ফিফটি ছাড়িয়ে যান। কিন্তু ধাওয়ান ক্রিজে থাকা অবস্থায় আরও দুইটি উইকেট হারায় পাঞ্জাব।

প্রবশিমরান সিং ও জিতেশ শর্মা ফিরেছেন অল্পতে। অবশ্য ৭ বলে ২ ছক্কায় ১৯ রান করেন প্রবশিরমান। এই উড়ন্ত শুরুর পরেও যাদবের ডেলিভারিতে মুক্তি মেলেনি তার। জিতেশকেও ৬ রানে ফিরিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন যাদব।

পাঞ্জাবের পক্ষে শেষ পর্যন্ত ছিলেন লিয়াম লিভিংস্টোন। ধাওয়ান ৫০ বলে ৭০ রানে কট বিহাইন্ড হওয়ার পরের ডেলিভারিতে ফিরেছেন স্যাম কারানও। দুজনের উইকেটই নিয়েছেন মহসিন খান।

লক্ষ্ণৌ এর ইনিংস শেষ হয়, ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রানে। লিভিংস্টোন ২৮ (১৭) রানে, শশাঙ্ক সিং ৯ (৭) রানে অপরাজিত ছিলেন।

লক্ষ্ণৌ এর পক্ষে মায়াঙ্ক যাদব ৩ টি, মহসিন খান ২ টি উইকেট নিয়েছেন।

এর আগে কুইন্টন ডি কক ও ইম্প্যাক্ট হিসেবে নামা লোকেশ রাহুল লক্ষ্ণৌ এর হয়ে ইনিংস শুরু করেন। রাহুল বড় করতে পারেননি রান। ফিরেছেন মাত্র ১৫ রান করে। তবে ডি কক ছলেন। তিনে নামা দেবদূত পাডিকালের ব্যাটেও ৯ রানের বেশি আসেনি।

মার্কাস স্টইনিস ইনিংস বড় করার আশা দিলেও, তা হয়নি। তাঁকে ফিরতে হয়েছে ১৯ রান করে। রাহুল চাহারের বলে সরাসরি বোল্ড হয়েছেন। শেষ দিকে দলের রান বাড়িয়ে নিতে ভূমিকা রেখেছেন নিকোলাস পুরান ও ক্রুনাল পান্ডিয়া। এরমধ্যে ৬৪ (৩৮) রানে বিদায় নেন ডি কক। আর্শদ্বীপ সিংয়ের দ্বিতীয় শিকার হয়ে।

পুরানের ব্যাটে আসা ২১ বলে ৪২ রান এবং পান্ডিয়ার ব্যাটে অপরাজিত ২২ বলে ৪৩ রানের ইনিংসে ১৯৯ রানের সংগ্রহ তোলে লক্ষ্ণৌ। নির্ধারিত ২০ ওভার খেলে হারায় ৮ টি উইকেট।

পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন স্যাম কারান।