সাকিবের শেষের শুরু, একটি আবেগী ফ্রেম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবের শেষের শুরু, একটি আবেগী ফ্রেম

সাকিবের শেষের শুরু, একটি আবেগী ফ্রেম

সাকিবের শেষের শুরু, একটি আবেগী ফ্রেম

একটি ফ্রেম, ১৭ কোটি স্বপ্ন এবং সাকিব আল হাসানের শেষের শুরু। সেই সাথে ৩৭ বছর বয়সেও সবার সেরা হয়েই মার্কিন মুলুকে পা রাখবেন নাম্বার সেভেন্টি ফাইভ।

অনুমিত ভাবেই সাকিবের ক্যারিয়ারের শেষ টি টোয়েন্টি এবং টানা নবম বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এটাই অফিসিয়াল ফটোসেশন। গত বছর ওডিআই বিশ্বকাপ খেলতে ভারতের বিমানে চড়ার আগে একটি গনমাধ্যমে ব্যাপারটি সেখানেই স্পষ্ট করেছেন সাকিব। 

২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেই ইতি টানবেন ক্রিকেটের সবচেয়ে সংকীর্ণ এই ফরম্যাটের। সাকিবই একমাত্র বাংলাদেশি যেকিনা ২০০৭ সাল থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু হওয়া সবকটি ইভেন্টে প্রতিনিধিত্ব করেছেন লাল সবুজ জার্সি গায়ে। 

এখন পর্যন্ত ৮ আসর মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৬ ম্যাচ খেলেছেন সাকিব। সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় তার অবস্থান দুই নম্বরে। ৩৯ ম্যাচ নিয়ে সবার উপরে রোহিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের শিকার ৪৭ উইকেট। বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনিই শীর্ষে। ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাকিবের অবস্থান ৮ নম্বরে।৩ ফিফটিতে ৭৪২ রান করেন তিনি। এই তালিকায় বাংলাদেশের জার্সিতে সবার উপরে সাকিব।

ক্যালেন্ডারের পাতায় সাকিবের বয়স ৩৭ বছর ১ মাস ২২ দিন। সেক্ষেত্রে ২০২৭ এর একদিনের বিশ্বকাপ খেলার সম্ভাবনাও ক্ষীণ। ধারনা করা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের বাড়ি চিরচেনা মিরপুররের সবুজ গালিচায় ক্রিকেট বোর্ডের লোগো সংযোজিত ব্লেজার গায়ে আইসিসির কোনো ইভেন্টে দলের সাথে এটাই সাকিবের শেষ ছবি। 

২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হয় মাগুরার ফয়সাল খ্যাত এই সূর্য সন্তানের। ২০০৭ সালের সেই আনকোড়া সাকিব থেকে মাঝে বিশ্বের সেরা অলরাউন্ডার হওয়া আর এখন ক্যারিয়ারের বিদায়ী লগ্নে  চলে আসা যেন একটা উপন্যাস।