লক্ষ্ণৌকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কেকেআর
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে ৫ পেসার নিয়ে ওয়েস্ট ইন্ডিজের একাদশ
- 5
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
লক্ষ্ণৌকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কেকেআর
লক্ষ্ণৌকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কেকেআর
লক্ষ্ণৌর ভারত রত্ন শ্রী অটল বিহারি বাজপায়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২৪ এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
রাজস্থান রয়্যালসের চেয়ে ১ ম্যাচ বেশি খেলে তাঁদের সমান ১৬ পয়েন্ট কোলকাতার। নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষস্থান আপাতত নিজেদের দখলে রেখেছে শ্রেয়াস আইয়ারের দল।
রোববার টসে হেরে আগে ব্যাট করে রানের পাহাড় গড়ে কোলকাতা। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৫ রান স্কোরবোর্ডে জমা করে তাঁরা। দলের পক্ষে ৩৯ বলে ৬ চার ও ৭ ছক্কায় ৮১ রান করে সেরা পারফর্মার ওপেন করতে নামা সুনীল নারাইন। এছাড়া অপর ওপেনার ফিল সল্ট ১৪ বলে ৩২ রান করেন।
শেষদিকে রামানদ্বীপ সিং ৬ বলে অপরাজিত ২৫ রানের ক্যামিও খেলে দলকে ২৩৫ অব্দি নিয়ে যান।
জবাব দিতে নামা লক্ষ্ণৌকে হাত খুলে খেলতে দেয়নি কোলকাতার বোলাররা। ১৬.১ ওভারে ১৩৭ এই অলআউট হয় লোকেশ রাহুলের দল। তিনে নামা মার্কাস স্টয়নিস ২১ বলে ৩৬ রান করলেও বাকি কেউ বলার মত স্কোর গড়েননি।
কোলকাতার পক্ষে ৩ টি করে উইকেট নেন হারশিত রানা ও বরুণ চক্রবর্তী। ২ টি শিকার আন্দ্রে রাসেলের, ১ টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও সুনীল নারাইন।
আগামী ৭ মে, শীর্ষস্থান ফিরে পাবার সুযোগ আসছে রাজস্থান রয়্যালসের সামনে। দিল্লিতে সেদিন সাঞ্জু স্যামসনের দল লড়বে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।
কোলকাতা-লক্ষ্ণৌ ম্যাচ শেষে আইপিএল ২০২৪ এর পয়েন্ট টেবিল-
১. কোলকাতা নাইট রাইডার্স- ১১ ম্যাচে ১৬ পয়েন্ট (নেট রান রেটে এগিয়ে)
২. রাজস্থান রয়্যালস- ১০ ম্যাচে ১৬ পয়েন্ট
৩. চেন্নাই সুপার কিংস- ১১ ম্যাচে ১২ পয়েন্ট
৪. সানরাইজার্স হায়দ্রাবাদ- ১০ ম্যাচে ১২ পয়েন্ট
৫. লক্ষ্ণৌ সুপার জায়ান্টস- ১১ ম্যাচে ১২ পয়েন্ট
৬. দিল্লি ক্যাপিটালস- ১১ ম্যাচে ১০ পয়েন্ট
৭. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১১ ম্যাচে ৮ পয়েন্ট
৮. পাঞ্জাব কিংস- ১১ ম্যাচে ৮ পয়েন্ট
৯. গুজরাট টাইটান্স- ১১ ম্যাচে ৮ পয়েন্ট
১০. মুম্বাই ইন্ডিয়ান্স- ১১ ম্যাচে ৮ পয়েন্ট।