ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সমতা আনল পাকিস্তান
ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সমতা আনল পাকিস্তান
ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সমতা আনল পাকিস্তান
ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে বসেছিল পাকিস্তান। তবে প্রথম ম্যাচে পা হড়কানো দলটি দ্বিতীয় ম্যাচে এসে আর ভুল করেনি। বড় রানের ম্যাচে হেসেখেলেই জয় তুলে নিয়েছে বাবর আজমের দল, যদিও বাবর ফিরেছেন শুন্য হাতেই।
টসে জিতে আগে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। দুই ওপেনার দুই অঙ্ক স্পর্শ করলেও ইনিংস বড় করতে পারেনি। তিনে নামা লরকান টাকার ৩৪ বলে ৫১ রানের ইনিংস খেলেন। চারে নামা হ্যারি টেক্টর ২৮ বলে ৩২ রান করে অবদান রাখেন।
শেষ দিকে কুর্টিস ক্যাম্ফার (১৩ বলে ২২), জর্জ ডকরেল (৮ বলে ১৫), গ্যারেথ ডেলানিরা (১০ বলে ২৮*) আয়ারল্যান্ডকে ১৯৩ রান অব্দি নিয়ে যান। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৩ রান করে আইরিশরা।
পাকিস্তানের পক্ষে ৩ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি, যদিও ৪ ওভারে ৪৯ রান হজম করেন তিনি। ২ উইকেট নেন আব্বাস আফ্রিদি। ১ টি করে শিকার মোহাম্মদ আমির ও নাসিম শাহর।
জবাব দিতে নেমে ওপেনার সাইম আইয়ুবের উইকেট দ্রুতই হারায় পাকিস্তান। ৩ বলে ৬ রান করেন তিনি। তিনে নেমে ৪ বল খেলেও কোন রান না করে সাজঘরে ফেরেন বাবর আজম। ১৩ রানে ২ উইকেট হারানোর পর মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান মিলে ১৪০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন।
৪০ বলে ৬ টি করে চার ও ছয়ে ৭৮ রান করে আউট হন ফখর জামান। মোহাম্মদ রিজওয়ান ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৫ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে ১০ বলে ১ চার ও ৪ ছয়ে ৩০ রান করে আজম খান অপরাজিত থাকলে ১৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
আয়ারল্যান্ডের পক্ষে ১ টি করে উইকেট নেন মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।
সিরিজের ৩য় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১৪ মে, বাংলাদেশ সময় রাত ৮ টায়।