অলরাউন্ডার র্যাংকিংঃ সাকিবকে ধরে ফেলেছেন হাসারাঙ্গা, পিছিয়ে নেই নবি-রাজারা
অলরাউন্ডার র্যাংকিংঃ সাকিবকে ধরে ফেলেছেন হাসারাঙ্গা, পিছিয়ে নেই নবি-রাজারা
অলরাউন্ডার র্যাংকিংঃ সাকিবকে ধরে ফেলেছেন হাসারাঙ্গা, পিছিয়ে নেই নবি-রাজারা
১ জুন থেকে শুরু হচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। টি-টোয়েন্টি ফরম্যাটের এই বিশ্বমঞ্চের লড়াইয়ে থাকে অনেক ব্যক্তিগত লড়াইও। বিশ্বকাপের আগে একটি লড়াই নতুন করে সামনে আসছে। টি-টোয়েন্টি অলরাউন্ডারের শীর্ষস্থান নিজের করার লড়াই। যে লড়াইয়ে বাংলাদেশের সাকিব আল হাসানের সঙ্গে নাম আছে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে যৌথভাবে শীর্ষে আছেন সাকিব আল হাসান ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কেবল শেষের দুই ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। তাতে সঙ্গত কারণেই রেটিং পয়েন্ট কমেছে সাকিবের। ৩ পয়েন্ট কমেছে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের।
আর এই পয়েন্ট কমাতেই তাঁকে ধরে ফেলেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সাকিব ও হাসারাঙ্গা, দুজনেরই রেটিং পয়েন্ট এখন ২২৮।
তিন নম্বরে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবি সাকিব ও হাসারাঙ্গার চেয়ে পিছিয়ে আছেন কেবল ১০ পয়েন্টে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে পারফর্ম করা সিকান্দার রাজা ২ ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠে এসেছেন, তাঁর রেটিং পয়েন্ট ২১০।
এক ধাপ পিছিয়ে পাঁচ নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। আগে সেরা পাঁচে থাকা অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস এক ধাপ পিছিয়ে নেমেছেন ছয় নম্বরে।
আইসিসির সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টি-টোয়েন্টি অলরাউন্ডারের তালিকা-
১. সাকিব আল হাসান (বাংলাদেশ)- ২২৮
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)- ২২৮
৩. মোহাম্মদ নবি (আফগানিস্তান)- ২১৮
৪. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে)- ২১০
৫. এইডেন মার্করাম (দক্ষিণ আফ্রিকা)- ২০৫
৬. মার্কাস স্টয়নিস (অস্ট্রেলিয়া)- ২০৪
৭. হার্দিক পান্ডিয়া (ভারত)- ১৮৫
৮. লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)- ১৭৫
৯. মইন আলি (ইংল্যান্ড)- ১৭৩
১০. দিপেন্দ্র সিং আইরি (নেপাল)- ১৬৯।