আজ রাতে মাঠে ফিরছেন মায়াঙ্ক যাদব
-
1
কনওয়ে-লাথামের রেকর্ড জুটিতে দাপট, প্রথম দিনেই নিউজিল্যান্ডের ৩৩৪-১
-
2
এক ওভারের জাদুতে ম্যাচ ঘুরালেন মুস্তাফিজ, সাত রানে হারল দুবাই
-
3
বোলিংয়ে ফাইফারের পর ব্যাটিংয়েও ভরসা আর্চার, প্রথম ইনিংসে ১৫৮ রান পিছিয়ে ইংল্যান্ড
-
4
পাকিস্তান সিরিজ দুই ধাপে অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের মাটিতে
-
5
শুরুতেই জোড়া আঘাত রিশাদের, তবু মেলবোর্ন স্টার্সের কাছে হার হোবার্টের
আজ রাতে মাঠে ফিরছেন মায়াঙ্ক যাদব
আজ রাতে মাঠে ফিরছেন মায়াঙ্ক যাদব
মায়াঙ্ক যাদব ফিরতে যাচ্ছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে। বেশ কিছুটা সময় চোটে ছিলেন। আজ (মঙ্গলবার) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে একাদশে থাকবেন এই ভারতীয় ফাস্ট বোলার, তা অনেকটা নিশ্চিত বলা যায়। এর আগে লক্ষ্ণৌ কোচ মরনে মরকেল জানিয়েছেন, মাঠে খেলার জন্য মায়াঙ্ক শতভাগ ফিট রয়েছে।
আজকের ম্যাচে মায়াঙ্ক যেমন ফিরছেন বলা হচ্ছে, এটা লক্ষ্ণৌ এর জন্য বিশেষ ব্যাপার। অন্যদিকে আজ মুম্বাইয়ের সাবেক অধিনায়ক রোহিত শর্মার জন্মদিন। সময়টা মুম্বাইয়ের ভালো কাটছে না, টেবিলে আছে ৯ নম্বরে৷ আজ নিশ্চয়ই ভালো কিছু করার চেষ্টা থাকবে দলটির। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণাও হতে পারে আজ।
হিপে চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে মায়াঙ্ককে। তার আগে গতির ঝড় তুলে নজর কেড়েছিলেন এই তরুণ পেসার৷ গতি শুধু নয়, এর সাথে লাইন-লেন্থ ধরে রাখার যে অবিরত প্রচেষ্টা– তাতে তাকে নিয়ে প্রশংসা ছুটেছে ক্রিকেট বিশ্লেষকদের থেকে।
লক্ষ্ণৌ এর আগের ম্যাচ হারে রাজস্থান রয়্যালসের বিপক্ষে৷ আজ মুম্বাইয়ের বিপক্ষে যেকোনো মূল্যে জয় তুলতে চাইবে সন্দেহ নেই। সেখানে মায়াঙ্কের ফেরা আরও শক্তিশালী অবস্থান জানান দিবে দলটির জন্য।
