আয়ারল্যান্ডের ঐতিহাসিক পাকিস্তান সফরের ঘোষণা
- 1
যাকে সরানো হলো ‘অযোগ্য’ বলে, পরামর্শ নিতে হলো ‘অপরিহার্য’ জেনে
- 2
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 3
শাস্তি এড়াতে এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত
- 4
নিজাকাতের প্রিয় খেলোয়াড় সাকিব, স্পিনেই বাজিমাত করতে চায় হংকং
- 5
চ্যাম্পিয়নশিপের স্বাদ পেতে চান, এশিয়া কাপে আশাবাদী লিটন দাস

আয়ারল্যান্ডের ঐতিহাসিক পাকিস্তান সফরের ঘোষণা
আয়ারল্যান্ডের ঐতিহাসিক পাকিস্তান সফরের ঘোষণা
আয়ারল্যান্ডের মাটিতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেললো পাকিস্তান। ২-১ ব্যবধানে যেখানে সিরিজ জিতে নিয়েছে বাবর আজমের দল। এই সিরিজের মাঝেই আয়ারল্যান্ড তাঁদের পাকিস্তান সফরের কথা জানিয়েছে।
ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করেছে ২০২৫ সালে তাঁরা প্রথমবারের মত পাকিস্তান সফর করবে।
সফরের দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে সোমবার এক বিবৃতি দিয়ে ক্রিকেট আয়ারল্যান্ড জানায় আগামী বছরে তাঁরা পাকিস্তান সফর করবে, যেটা হবে আগস্ট/সেপ্টেম্বরে।
মূলত ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনেইস ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির ফলপ্রসূ সভা শেষে এই সিদ্ধান্ত আসে। ম্যাকনেইস জানান আলোচনা দারুণ হয়েছে।
তিনি বলেন, 'আমরা উচ্ছ্বসিত পিসিবি চেয়ারম্যানকে ডাবলিকে স্বাগত জানাতে পেরে। আমাদের দারুণ সভা হয়েছে। পিসিবি চেয়ারম্যানের আয়ারল্যান্ডে আসা দুই দেশের বোর্ডের মধ্যে দারুণ সম্পর্কের বার্তা দেয়।'
'আমাদের আলোচনায় অনেক দিক উঠে আসে, যার মধ্যে ছিল পুরুষ, নারী দলের সফর ইস্যুও। আমি খুবই আনন্দিত যে আমরা পুরুষ দলের একটা সফরে একমত হতে পেরেছি। এটা আরও এক ঐতিহাসিক প্রথম সফর হতে চলেছে। এর আগে ২০২২ এ নারী দল প্রথমবার পাকিস্তান সফর করেছিল।'