Image

আয়ারল্যান্ডের ঐতিহাসিক পাকিস্তান সফরের ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আয়ারল্যান্ডের ঐতিহাসিক পাকিস্তান সফরের ঘোষণা

আয়ারল্যান্ডের ঐতিহাসিক পাকিস্তান সফরের ঘোষণা

আয়ারল্যান্ডের ঐতিহাসিক পাকিস্তান সফরের ঘোষণা

আয়ারল্যান্ডের মাটিতে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেললো পাকিস্তান। ২-১ ব্যবধানে যেখানে সিরিজ জিতে নিয়েছে বাবর আজমের দল। এই সিরিজের মাঝেই আয়ারল্যান্ড তাঁদের পাকিস্তান সফরের কথা জানিয়েছে। 

ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করেছে ২০২৫ সালে তাঁরা প্রথমবারের মত পাকিস্তান সফর করবে। 

সফরের দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে সোমবার এক বিবৃতি দিয়ে ক্রিকেট আয়ারল্যান্ড জানায় আগামী বছরে তাঁরা পাকিস্তান সফর করবে, যেটা হবে আগস্ট/সেপ্টেম্বরে। 

মূলত ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনেইস ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির ফলপ্রসূ সভা শেষে এই সিদ্ধান্ত আসে। ম্যাকনেইস জানান আলোচনা দারুণ হয়েছে। 

তিনি বলেন, 'আমরা উচ্ছ্বসিত পিসিবি চেয়ারম্যানকে ডাবলিকে স্বাগত জানাতে পেরে। আমাদের দারুণ সভা হয়েছে। পিসিবি চেয়ারম্যানের আয়ারল্যান্ডে আসা দুই দেশের বোর্ডের মধ্যে দারুণ সম্পর্কের বার্তা দেয়।' 

'আমাদের আলোচনায় অনেক দিক উঠে আসে, যার মধ্যে ছিল পুরুষ, নারী দলের সফর ইস্যুও। আমি খুবই আনন্দিত যে আমরা পুরুষ দলের একটা সফরে একমত হতে পেরেছি। এটা আরও এক ঐতিহাসিক প্রথম সফর হতে চলেছে। এর আগে ২০২২ এ নারী দল প্রথমবার পাকিস্তান সফর করেছিল।' 
 

Details Bottom