মাথায় আঘাত পেয়ে বাইরে মাসাকাদজা
মাথায় আঘাত পেয়ে বাইরে মাসাকাদজা
মাথায় আঘাত পেয়ে বাইরে মাসাকাদজা
চট্টগ্রামে সিরিজের ২য় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টানা দ্বিতীয়বার জিতলেন টসে, আবারও সিদ্ধান্ত নিলেন আগে বোলিংয়ের। অ্যালিস্টার ক্যাম্পবেল পুত্র জোনাথন ক্যাম্পবেলের আন্তর্জাতিক অভিষেক। তবে জিম্বাবুয়ে শিবিরে আছে অস্বস্তির খবরও, চোট পাওয়া ওয়েলিংটন মাসাকাদজা নেই একাদশে।
প্রথম টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পেয়ে আজকের ম্যাচের সেরা একাদশ থেকে ছিটকে গেছেন ওয়েলিংটন মাসাকাদজা। টসের সময় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা জানিয়েছেন আপডেট,
'আমরা একাদশে তিনটি পরিবর্তন এনেছি। উইকেট দেখে ভালো মনে হচ্ছে। ওয়েলিংটন ঠিক আছে, ভালোই সাড়া দিচ্ছেন তিনি। চট্টগ্রাম একটি হাই-স্কোরিং মাঠ। আমরা বোর্ডে আরও রান চাই।'
প্রথম টি-টোয়েন্টিতে ৪১ রানে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে যখন চরম বিপাকে, তখনই ওয়েলিংটন মাসাকাদজা আর ক্লাইভ মাদান্ডে জুটিতে আসে সর্বোচ্চ ৭৫ রান, তাও আবার ৬৫ বলে। ৮ম উইকেট জুটিতে মাদান্ডে-মাসাকাদজা মিলে অবিশ্বাস্য ভাবে স্কোরবোর্ডে জমা করেন রান। আর তাতেই জিম্বাবুয়ে পায় চ্যালেঞ্জিং সংগ্রহ।
ব্যাট হাতে ৩৪ রানের ইনিংস খেললেও মাথায় আঘাত পাওয়া ওয়েলিংটন মাসাকাদজা বোলিং ইনিংসে একটি ডেলিভারিও করতে পারেননি। আগের ম্যাচে মাথায় পাওয়া চোটের কারণে মাসাকাদজা আজ খেলতে পারছেন না। বাংলাদেশের সেরা একাদশ অপরিবর্তিত থাকলেও জিম্বাবুয়ে দলে এসেছে তিন পরিবর্তন। রায়ান বার্ল, শন উইলিয়ামস, ওয়েলিংটন মাসাকাদজা ছিটকে গেছেন। এই তিনের বদলি হলেন অ্যান্সলে লোভু, জোনাথন ক্যাম্পবেল, তাদিওয়ানাশে মারুমানি।