ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করল ভারত
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
টানা ৬ হারের পর রংপুরকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নোয়াখালীর
-
2
রুমে হঠাৎ ঢোকা ও জেরার মুখে খেলোয়াড়রা, আকুর কার্যক্রমের ব্যাখা দিলেন মিঠু
-
3
শান্তের চোখে বাংলাদেশের বিশ্বকাপ: অভিনয় নয়, মানসিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ
-
4
বিপিএলে আকুর কড়াকড়ি ইতিবাচক তবে প্রক্রিয়া মানা জরুরি, হান্নান সরকার
-
5
শেষ ওভারের নাটকে রাজশাহীকে হারাল চট্টগ্রাম
ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করল ভারত
ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করল ভারত
দ্বিতীয় টেস্টে ৭ উইকেটের দাপুটে জয় নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে ভারত। ইংল্যান্ড সফরে ড্র হওয়া সিরিজের পর অধিনায়ক হিসেবে এটি শুবমান গিলের প্রথম টেস্ট সিরিজ জয়।
১২০ রানের টার্গেটে পঞ্চম দিনে ব্যাটিংয়ে নামে ভারত। ওপেনার কেএল রাহুল ও সাই সুদর্শন শুরুটা ভালো করলেও রোস্টন চেজের বলে ৩৯ রানে আউট হন সুদর্শন। এরপর ব্যাট হাতে নামেন অধিনায়ক গিল। এক ছক্কা ও এক বাউন্ডারি মেরে দ্রুত রান তোলার ইঙ্গিত দিলেও ১৩ রানে ফিরে যান তিনি। ততক্ষণে ভারতের দরকার ছিল আর মাত্র ১৩ রান।
শেষ পর্যন্ত রাহুল অপরাজিত ৫৮ রানে দলের জয় নিশ্চিত করেন। গিল আউট হওয়ার পর উইকেটরক্ষক ধ্রুব জুরেল রাহুলের সঙ্গী হয়ে জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে।
এর আগে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ে ৫১৮ রানে ইনিংস ঘোষণা করে ভারত। ইনিংসের ভিত্তি গড়ে দেন যশস্বী জয়সওয়াল (১৭৫) ও অধিনায়ক গিল (১২৯ অপরাজিত)। পাশাপাশি সাই সুদর্শন (৮৭), নিতীশ কুমার রেড্ডি (৪৩) ও ধ্রুব জুরেল (৪৪) গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
জবাবে প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতীয় স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন অতিথিরা। কুলদীপ যাদব নেন ৫ উইকেট (৫/৮২) এবং রবীন্দ্র জাদেজা শিকার করেন ৩ উইকেট (৩/৪৬)।
ফলো-অন ইনিংসে লড়াই করে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার জন ক্যাম্পবেল (১১৫) ও শাই হোপ (১০৩) জোড়া সেঞ্চুরিতে দলকে এগিয়ে নেন। শেষদিকে জাস্টিন গ্রিভস ও জেডেন সিলসের ৭৯ রানের শেষ জুটিতে ইনিংস দাঁড়ায় ৩৯০ রানে, ফলে ভারতের সামনে আসে ১০০ রানেরও বেশি লক্ষ্য।
শেষ দিনে জয়ের কাজটা ঠিকভাবেই শেষ করে ভারত। তবু সিরিজের দ্বিতীয় টেস্টটি পঞ্চম দিনে নিয়ে গিয়ে লড়াইয়ের মানসিকতা দেখানোর জন্য প্রশংসা কুড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম টেস্ট তিন দিনের মধ্যেই জিতে নিয়েছিল ভারত। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে গিলের নেতৃত্বে একদম নিখুঁতভাবে শেষ হলো ভারতের এই টেস্ট সিরিজ।
