Image

ডটের রাজা মুস্তাফিজকে ধরে ফেলেছেন ফার্গুসন, তবে...

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ডটের রাজা মুস্তাফিজকে ধরে ফেলেছেন ফার্গুসন, তবে...

ডটের রাজা মুস্তাফিজকে ধরে ফেলেছেন ফার্গুসন, তবে...

ডটের রাজা মুস্তাফিজকে ধরে ফেলেছেন ফার্গুসন, তবে...

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ বোলাররা দাপট দেখাচ্ছেন। ব্যাটারদের রান করা হয়ে পড়েছে কষ্টসাধ্য। বোলারদের দাপট দেখানো বিশ্বকাপে ডট বল আছে আলোচনায়। যে আলোচনা সামনে নিয়ে আসছেন স্মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, লকি ফার্গুসনরা। 

নেপালের বিপক্ষে ম্যাচে ২১ টি ডট বল করেছিলেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব। যা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ ডট বল করার রেকর্ড। ঐ ম্যাচেই সাকিবের সতীর্থ মুস্তাফিজুর রহমান দেন ২০ টি ডট। 

তবে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে সাকিবের রেকর্ড নিজের করে নেন নিউজিল্যান্ডের গতিতারকা লকি ফার্গুসন। ২৪ বলের সবকটিই ডট দেন তিনি। আর ধরে ফেলেন টুর্নামেন্টে সর্বোচ্চ ৬৭ টি ডট বল দেওয়া মুস্তাফিজুর রহমানকেও।

তবে লকি ফার্গুসন এই ডটের সংখ্যা আর বাড়াতে পারবেন না। কারণ, নিউজিল্যান্ড সুপার এইটে উঠতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে মুস্তাফিজুর রহমানের দল বাংলাদেশ নিশ্চিত করেছে সুপার এইটে খেলা।  

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ডট বল করা বোলার- 

১. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)- ৬৭
লকি ফার্গুসন (নিউজিল্যান্ড)- ৬৭
৩. মোহাম্মদ আমির (পাকিস্তান)- ৬৪
৪. ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)- ৬৩
ওটনিয়েল বার্টম্যান (দক্ষিণ আফ্রিকা)- ৬৩। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three