Image

বিসিবি সভাপতি হবার দৌড়ে এগিয়ে ফারুক আহমেদ

৯৭ প্রতিবেদক: শিহাব আহসান খান

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিসিবি সভাপতি হবার দৌড়ে এগিয়ে ফারুক আহমেদ

বিসিবি সভাপতি হবার দৌড়ে এগিয়ে ফারুক আহমেদ

বিসিবি সভাপতি হবার দৌড়ে এগিয়ে ফারুক আহমেদ

বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বিভিন্ন ক্ষেত্রে পদত্যাগের হিড়িক লক্ষনীয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তেও পরিবর্তনের ছোঁয়া আসতে চলেছে। এখন অব্দি বোর্ডের সভাপতির চেয়ারে নাজমুল হাসান পাপন থাকলেও সেখানে তাঁর থাকার সম্ভাবনা আর নেই। তাঁর চেয়ারে বসবেন কে এই প্রশ্নের উত্তরে আসছে কয়েকটি নাম, তবে সবার চেয়ে এগিয়ে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। 

যেকোন সময় বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়াবেন নাজমুল হাসান পাপন। তাঁর উত্তরসূরি হবার দৌড়ে শোনা যাচ্ছে ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, আমিনুল ইসলাম বুলবুল, এমনকি নাজমুল আবেদিন ফাহিমের নামও। আলোচনার মধ্যে আছেন সৈয়দ আশরাফুল হকও। তবে সবার চেয়ে এগিয়ে ফারুক আহমেদই। 

তাঁর সভাপতি হবার গুঞ্জন ইস্যুতে ক্রিকেট৯৭ এর পক্ষ থেকে মুঠোফোনে যোগাযোগ করা হয়। ফারুক আহমেদ নিশ্চিত করেন তাঁর সঙ্গে যোগাযোগ হয়েছে, এবং তিনি আগ্রহ দেখিয়েছেন।

ফারুক আহমেদ ক্রিকেট৯৭ কে বলেন, 'এটা (বোর্ড সভাপতি) এখন অব্দি গুঞ্জনই। তবে প্রস্তাব এসেছে, আমাকে জিজ্ঞাসা করেছে আপনি বোর্ডের নীতি নির্ধারণের জন্য কাজ করবেন কিনা। আমি আমার ইচ্ছের কথা তাদের জানিয়েছি। প্রেসিডেন্ট পদের জন্য কিনা আমাকে সেটা বলা হয়নি।' 

ফারুক আহমেদ নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ ব্যক্তির (উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) কাছ থেকেই প্রস্তাব পাবার কথা। প্রস্তাব পাওয়া ও আগ্রহ থাকা- দুইয়ে দুইয়ে চার মিলছে; ফারুক আহমেদই হতে যাচ্ছেন বিসিবির পরবর্তী সভাপতি। 

৫৮ বছর বয়সী ফারুক আহমেদ বাংলাদেশের পক্ষে ৭ টি ওয়ানডে খেলেছেন। ২০০৩ থেকে ২০০৭ অব্দি বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হিসাবে কাজ করা ফারুক আহমেদ ২০১৩ সালে দ্বিতীয় মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন। তবে ২০১৬ সালে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। 

এমনিতে ফারুক আহমেদ বিসিবির কাউন্সিলর নন, তাই তাঁকে বোর্ড সভাপতি হবার আগে কাউন্সিলর হতে হবে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এর কর্তৃক মনোনীত হয়ে বিসিবিতে প্রবেশ করবেন তিনি। চলতি বোর্ডে এনএসসি মনোনীত কাউন্সিলর হিসাবে পরিচালক হলেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম (ববি)। এই দুজনের জায়গায় ফারুক আহমেদ ছাড়াও আসতে পারেন নাজমুল আবেদিন ফাহিম। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three