Image

হ্যাটট্রিক করেও মন ভালো নেই ফারিহা তৃষ্ণার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 9 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
হ্যাটট্রিক করেও মন ভালো নেই ফারিহা তৃষ্ণার

হ্যাটট্রিক করেও মন ভালো নেই ফারিহা তৃষ্ণার

হ্যাটট্রিক করেও মন ভালো নেই ফারিহা তৃষ্ণার

ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিক হয়ে রইল বাংলাদেশ নারী দলের আজকের অর্জন। এই বাঁহাতি পেসার দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করলেন। এর আগে মালয়েশিয়ার বিপক্ষেও হ্যাঁটট্রিক আছে তার। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সেই সুযোগ এল। রেকর্ডের মালিক বনেছেন তিনি। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে হার এড়াতে পারেনি বাংলাদেশ। 

টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেই ফারিহার হ্যাটট্রিক। তার জন্য আনন্দের বটে। কিন্তু বাংলাদেশ দল শেষ পর্যন্ত ম্যাচটি হেরেছে। আন্তর্জাতিক ক্রিকেটে দুইবার হ্যাটট্রিক করেছেন, এমন বোলারদের মধ্যে ফারিহা তৃতীয়তে। যদি আইসিসির পূর্ণ সদস্যের দেশ হিসেবে দেখা হয়, এই তালিকায় ফারিহা একাই। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই বাঁহাতি পেসার জানান,

“লক্ষ্য ছিল একটু ভালো কিছু করার চেষ্টা করব। অনেকদিন পরে আবার টি-টোয়েন্টিতে ফিরলাম, ম্যাচ খেলার সুযোগ হয়েছে, একটা ভালো পারফর্ম করার চেষ্টা করেছি, দলকে কিছু দেওয়ার চেষ্টা করেছি।”

ইনিংসের শেষ ওভারের চতুর্থ থেকে ষষ্ঠ বল, এই ৩ বলে ফারিহা নিয়েছেন এলিস পেরি, সোফি মলিনেক্স, বেথ মুনির উইকেট। হ্যাটট্রিক বল করার সময় মাথায় কী ছিল, ফারিহা জানান, “দ্বিতীয় হ্যাটট্রিকের সময় আমার মাথায় ছিল আমার জায়গায় করব, যদি আল্লাহ তায়ালা সহায় হন, যদি কিছু হয়।”

আজকের ম্যাচ হারায় সিরিজ ছিটকে গেল বাংলাদেশের কাছ থেকে। ফারিহা হ্যাটট্রিক করলেও, দেশের হারে আফসোস রয়ে গেছে তার মধ্যে।

“জি অবশ্যই আফসোস তো আছেই। নিজের অর্জন থেকে যদি দলের অর্জনটা হয় তখনই নিজের অর্জনের আনন্দটা বেশি হয়। দল জিতলে হয়তো এ অর্জনটা ভালোভাবে উদযাপন করা যেত। দল প্রথম।”

Details Bottom
Details ad One
Details Two
Details Three