Image

শ্রীলঙ্কার অধিনায়ককে জরিমানা করেছে আইসিসি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শ্রীলঙ্কার অধিনায়ককে জরিমানা করেছে আইসিসি

শ্রীলঙ্কার অধিনায়ককে জরিমানা করেছে আইসিসি

শ্রীলঙ্কার অধিনায়ককে জরিমানা করেছে আইসিসি

শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের অধিনায়ক চামারি আতাপাত্তুকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে শৃঙ্খলাভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

কলম্বোতে শুক্রবার অনুষ্ঠিত ওই ম্যাচে আইসিসির আচরণবিধির লেভেল ১ লঙ্ঘনের দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়। আইসিসির কোড অফ কনডাক্টের ২.২ ধারা অনুযায়ী "আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের যন্ত্রপাতি বা স্থাপনাকে অপব্যবহার" করার অভিযোগ প্রমাণিত হয়েছে আতাপাত্তুর বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৩২তম ওভারে, যখন আনারি ডার্কসেনের একটি চার হজম করার পর রাগের বশে আতাপাত্তু নিজের সানগ্লাস খুলে মাটিতে ছুঁড়ে মারেন এবং তা ভেঙে যায়।

এ ঘটনায় আতাপাত্তু দোষ স্বীকার করে নেওয়ায় ম্যাচ রেফারি মিশেল পেরেইরার প্রস্তাবিত শাস্তি মেনে নেন তিনি, ফলে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অভিযোগটি তোলেন অন-ফিল্ড আম্পায়ার আনা হ্যারিস ও দেদুনু ডি সিলভা, থার্ড আম্পায়ার লিন্ডন হ্যানিবল এবং চতুর্থ আম্পায়ার নিমালি পেরেরা।

এই ঘটনায় আতাপাত্তুর শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে, যা তার ২৪ মাসের মধ্যে প্রথম অপরাধ।

উল্লেখ্য, চারটি ডিমেরিট পয়েন্ট পূর্ণ হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়ে নিষেধাজ্ঞার আওতায় পড়ে একজন খেলোয়াড়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three