না ফেরার দেশে আইনুল ইসলাম তিয়াস, বিসিবির শোক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 বছর আগে আপডেট: 1 সেকেন্ড আগে
না ফেরার দেশে আইনুল ইসলাম তিয়াস, বিসিবির শোক

না ফেরার দেশে আইনুল ইসলাম তিয়াস, বিসিবির শোক

না ফেরার দেশে আইনুল ইসলাম তিয়াস, বিসিবির শোক

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক আইনুল ইসলাম তিয়াস। তাঁর মৃ'ত্যুতে শোক প্রকাশ করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। 

মৃ'ত্যুকালে আইনুল ইসলাম তিয়াসের বয়স হয়েছিল ৫৭ বছর। ২১ এপ্রিল, ২০২৪ এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

খেলোয়াড়ি জীবনে আইনুল ইসলাম তিয়াস খেলেছেন পেস বোলার হিসাবে। ঢাকা লিগ ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন আজাদ বয়েজ, লালমাটিয়া, কলাবাগানের মত ক্লাবকে। 

এছাড়া খেলোয়াড়ি জীবন শেষে তিনি বিসিবির টিকিট ও সিটিং কমিটির সদস্য হিসাবে কাজ করেছেন। তিনি ঢাকা প্রিমিয়ার ভিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) এর সাবেক কো অর্ডিনেটর ছিলেন। খেলোয়াড় ও সফল ক্রীড়া সংগঠক হিসাবে তাঁর সুনাম ছিল বেশ।