Image

সিলেটে বিসিবি আয়োজিত বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 16 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সিলেটে বিসিবি আয়োজিত বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই

সিলেটে বিসিবি আয়োজিত বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই

সিলেটে বিসিবি আয়োজিত বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর উদ্যোগে এবং প্রতি বছরের ধারাবাহিকতায় ২০২৫ সালের বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই কার্যক্রমের অংশ হিসেবে সিলেট জেলাতে আয়োজন করা হয়েছে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ পর্যায়ের প্রতিভাবান ক্রিকেটারদের বাছাই কার্যক্রম। উক্ত বাছাই কার্যক্রম আগামী সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আনসার ক্যাম্পে অনুষ্ঠিত হবে।

এই বাছাই কার্যক্রমে অংশগ্রহণের জন্য নির্ধারিত বয়সসীমা অনুযায়ী, যেসব খেলোয়াড় ১ সেপ্টেম্বর ২০১১ সালের পর জন্মগ্রহণ করেছেন, তারা অনূর্ধ্ব-১৪ বিভাগে অংশগ্রহণ করতে পারবেন। অনূর্ধ্ব-১৬ বিভাগে অংশ নিতে পারবেন যারা ১ সেপ্টেম্বর ২০০৯ সালের পর জন্মগ্রহণ করেছেন, এবং অনূর্ধ্ব-১৮ বিভাগে অংশ নিতে পারবেন যারা ১ সেপ্টেম্বর ২০০৭ সালের পর জন্মগ্রহণ করেছেন।
প্রতিটি বিভাগের বাছাই কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী শুরু হবে। অনূর্ধ্ব-১৪ সকাল ৯টায়, অনূর্ধ্ব-১৬ সকাল ১১টায়, এবং অনূর্ধ্ব-১৮ বিভাগ দুপুর ১টায় শুরু হবে। অংশগ্রহণকারীদের নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে মাঠে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাছাই কার্যক্রমে অংশ নিতে আগ্রহী খেলোয়াড়দেরকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে আনতে হবে। এর মধ্যে রয়েছে: অনলাইন জন্ম নিবন্ধনের কপি, পিএসসি/জেএসসি/এসএসসি রেজিস্ট্রেশন কার্ড অথবা সনদপত্র (যা প্রযোজ্য), সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং এক কপি স্ট্যাম্প সাইজ ছবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই বয়সভিত্তিক কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো, দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদেরকে উন্নত প্রশিক্ষণ ও সুযোগের মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রস্তুত করা। এই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়রা পরবর্তী ধাপে বিসিবির তত্ত্বাবধানে উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবে, যা ভবিষ্যতে জাতীয় দলে খেলার জন্য প্রস্তুতির গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে।

এই বাছাই কার্যক্রমকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াবিদদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের আশা, এই কার্যক্রমের মাধ্যমে সিলেট অঞ্চল থেকে ভবিষ্যতের রাজিন, তাপস বা অলকদের খুঁজে বের করা সম্ভব হবে।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three