Image

কলম্বোতে ওয়ানডে ম্যাচে বাঘিনীরা পেল টি-টোয়েন্টির স্বাদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
কলম্বোতে ওয়ানডে ম্যাচে বাঘিনীরা পেল টি-টোয়েন্টির স্বাদ

কলম্বোতে ওয়ানডে ম্যাচে বাঘিনীরা পেল টি-টোয়েন্টির স্বাদ

কলম্বোতে ওয়ানডে ম্যাচে বাঘিনীরা পেল টি-টোয়েন্টির স্বাদ

আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে বাংলাদেশ নারী 'এ' দল। রাবেয়া খানের নেতৃত্বাধীন দলে বেশিরভাগই জাতীয় দলের নিয়মিত মুখ। তাই বলা চলে এই সিরিজের প্রস্তুতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিই। 

কলম্বোতে প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেসে যায়। ২য় ওয়ানডেতেও বাগড়া বাধিয়েছে বৃষ্টি। তাতে ৫০ ওভারের ম্যাচের দৈর্ঘ কমে হয় ২০ ওভারের। 

কলম্বো ৭ এর থ্রাস্টান কলেজ মাঠে টসে জিতে আগে ব্যাট লরে শ্রীলঙ্কা নারী 'এ' দল। ২০ ওভারে ৫ উইকেট গারিয়ে কেবল ১১৩ রান তুলতে পারে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান আসে অধিনায়ক সাথিয়া সন্দ্বীপনীর ব্যাট থেকে। 

বাংলাদেশ নারী 'এ' দলের পক্ষে সমান দুইটি করে উইকেট নেন অধিনায়ক রাবেয়া খান ও ফাহিমা খাতুন। 

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বেশি বেগ পেতে হয়নি বাংলাদেশ নারী 'এ' দলকে। শুরুতে ওপেনার শামীমা সুলতানা ১ রান করে রান আউটে কাটা পড়লেও অপর ওপেনার দিলারা আক্তার ৩৪ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৭ রানের ইনিংস খেলেন। 

তিনে নামা মুর্শিদা খাতুনের ব্যাটে আসে ৩০ রান। চারে নামা নিগার সুলতানা জ্যোতি ২১ বলে ৪ চারে ২৪ রান করে অপরাজিত থাকেন, ১১ রান করে অপরাজিত থাকেন রিতু মনি। 

১২ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের দেখা পায় বাংলাদেশ নারী 'এ' দল। 

১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই দলের মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কলম্বোর ৪ ভিন্ন মাঠে ম্যাচগুলো হবে ১২, ১৩, ১৫, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। 


৭ ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ নারী 'এ'
৭ ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ নারী 'এ'

৭ ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ নারী 'এ'
গুগল নিউজে ক্রিকেট৯৭ এর খবর পড়তে ফলো করুন
সাদা বলের সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ নারী 'এ' ক্রিকেট দল। এই সিরিজে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দল ২ টি ওয়ানডে ম্যাচ এবং ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

বাংলাদেশ দল শ্রীলঙ্কায় পৌছাবে ৫ সেপ্টেম্বর। দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ও ১০ সেপ্টেম্বর। ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১২,১৩,১৫,১৭,১৯ সেপ্টেম্বর। 

ম্যাচের সময়সূচি:

প্রথম টি-টোয়েন্টি - ১২ সেপ্টেম্বর - ভেন্যু, ওভাল, কলোম্বো 
দ্বিতীয়  টি-টোয়েন্টি - ১৩ সেপ্টেম্বর,  ভেন্যু, ওভাল, কলোম্বো
তৃতীয়  টি-টোয়েন্টি - ১৫ সেপ্টেম্বর, ভেন্যু, এসএসসি, কলোম্বো
চতুর্থ টি-টোয়েন্টি - ১৭ সেপ্টেম্বর,  ভেন্যু, থাস্টার্ন, কলোম্বো 
পঞ্চম টি-টোয়েন্টি - ১৯ সেপ্টেম্বর, ভেন্যু, কলোম্বো কোল্টস।

Details Bottom