Image

বিশ্বকাপের রোডম্যাপ প্রস্তুত করতে বিসিবি ও ইসিবির বৈঠক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিশ্বকাপের রোডম্যাপ প্রস্তুত করতে বিসিবি ও ইসিবির বৈঠক

বিশ্বকাপের রোডম্যাপ প্রস্তুত করতে বিসিবি ও ইসিবির বৈঠক

বিশ্বকাপের রোডম্যাপ প্রস্তুত করতে বিসিবি ও ইসিবির বৈঠক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি প্রতিনিধি দল আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাথে দেখা করেছে। আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। আবু-ধাবিতে বিসিবি প্রধান ফারুক আহমেদের সঙ্গে এদিন বৈঠকে ছিলেন সিইও নিজাম উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিসও। 

হাসিনা-সরকারের পতনের পর চলমান রাজনৈতিক সংকটের কারণে টুর্নামেন্টটি বাংলাদেশে আয়োজিত হওয়ার কথা থাকলেও তা পরবর্তিতে ইউএইতে স্থানান্তর করা হয়। বিশ্বকাপ ৩ অক্টোবর শুরু হবে, ২০ অক্টোবর ফাইনাল। শারজাহতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ, ট্রাইগ্রেসদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ভারত-পাকিস্তান ম্যাচ বাদেও ২০ অক্টোবর দুবাই ১৮ দিনের টুর্নামেন্টের ফাইনালও আয়োজন করবে।

নবনির্বাচিত বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন আজ বুধবার আবুধাবিতে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিসের উপস্থিতিতে ইসিবি প্রধান নাহিয়ান মাবারক আল নাহিয়ানের সাথে দেখা করেন। ২৩ ম্যাচের টুর্নামেন্টের আয়োজক হবে দুবাই ও শারজাহ।

বিসিবি প্রধান ফারুক আহমেদ আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে ১০ দলের এই টুর্নামেন্টটি একটি বড় সাফল্য হবে, 'দুবাই এবং শারজাহতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পদক্ষেপ নেওয়ার জন্য আমরা এমিরেটস ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই। দুটি ভেন্যুতে কিছু বড় বিশ্ব ইভেন্ট সহ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টটি সফলভাবে মঞ্চস্থ করার জন্য ইসিবি-র সক্ষমতার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। দুই বোর্ডের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে; আমরা ইসিবি এবং আইসিসির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।' 

ইসিবি প্রধান মাবারক আল নাহিয়ান আজকের আলোচনার প্রসঙ্গে বলেছেন, 'আমরা সংযুক্ত আরব-আমিরাতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পেরে আনন্দিত। আমিরাত ক্রিকেট বোর্ড বারবার হোস্টিং ক্ষমতা প্রমাণ করেছে এবং আমরা আবারও বিশ্বমানের ইভেন্ট উপহার দিতে প্রস্তুত। আমাদের প্রতি বিশ্বাস ও আস্থা রাখার জন্য আমি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাতে চাই।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three