Image

জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক কেনো বিশ্বকাপ স্কোয়াডে নেই, ব্যাখ্যা দিলেন বেইলি

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক কেনো বিশ্বকাপ স্কোয়াডে নেই, ব্যাখ্যা দিলেন বেইলি

জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক কেনো বিশ্বকাপ স্কোয়াডে নেই, ব্যাখ্যা দিলেন বেইলি

জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক কেনো বিশ্বকাপ স্কোয়াডে নেই, ব্যাখ্যা দিলেন বেইলি

চলমান আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এ মাত্র ৬ ইনিংসে ব্যাট করেছেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। ২২ বছর বয়সী এই অজি ব্যাটার তাতেই নিজের জাত চিনিয়েছেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা ম্যাকগার্ক ২৩৩.৩৩ স্ট্রাইক রেটে রান করেছেন ২৫৯। 

সেঞ্চুরি না পেলেও এই ডানহাতি ব্যাটার ৩ ফিফটি তুলে নিয়েছেন, সর্বোচ্চ ৮৪। ২৩ টি চারের সাথে হাঁকিয়েছেন ২৩ টি ছক্কাও। 

 

১১১ বলে ২৫৯ রান করা ফ্রেজার-ম্যাকগার্ক অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন এমনটা ধরে নিয়েছিলেন অনেকেই। তবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এ অস্ট্রেলিয়া দলে জায়গা হয়নি তাঁর। 

ফ্রেজার-ম্যাকগার্ক কেনো স্কোয়াডে নেই সেই ব্যাখ্যা দিয়েছেন অজি নির্বাচক জর্জ বেইলি। মূলত ঠিক থাকা টপ অর্ডার ও স্কোয়াড ফ্লেক্সিবিলিটিকে মাথায় রেখেই তাঁকে রাখেনি নির্বাচকরা। স্টিভ স্মিথও নেই, কারণ ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড ও মিচেল মার্শ টপ থ্রি এর জন্য আরও শক্ত অবস্থানে। 

অজিদের প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, 'তাঁর (ফ্রেজার-ম্যাকগার্ক) ফর্ম সম্প্রতি বেশ ভালো, দারুণ। তবে আমাদের টপ অর্ডার যেভাবে খেলছে, সেখানে থাকা ক্রিকেটাররা দারুণ অবস্থানে।' 

'আমি নিশ্চিত নই যে সে অন্য কোন অবস্থানে খেলার জন্য কতটা তৈরি, তবে এটা নিশ্চিত যে সে টপ অর্ডারেই বেশি মানানসই। আমরা মনে করি আমাদের হাতে এমন কিছু ক্রিকেটার আছে যারা তাঁদের ব্যাটিং অবস্থানে ফ্লেক্সিবিলিটি রাখে।' 

ক্যামেরুন গ্রিন ও জশ ইংলিশদের প্রাধান্য দেওয়া হয়েছে আনক্যাপড জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের চেয়ে। কারণ দুজনেই মিডল অর্ডারে অভিজ্ঞ। সাথে গ্রিনের বোলিং ও ইংলিশের উইকেটকিপিং সামর্থ্য তাঁদের পক্ষে গেছে। 

বেইলি অবশ্য অস্ট্রেলিয়ার গণমাধ্যমকর্মীদের বুধবার জানিয়েছেন যে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ট্রাভেলিং রিজার্ভ হয়ে যেতে পারেন। তবে সেই ভাবনায় আছেন ম্যাট শর্ট, তানভীর সাঙ্গা ও স্পেন্সার জনসনরাও।  

 

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড- 

মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three