Image

সিলেটে খালেদময় এক সুন্দর সকাল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সিলেটে খালেদময় এক সুন্দর সকাল

সিলেটে খালেদময় এক সুন্দর সকাল

সিলেটে খালেদময় এক সুন্দর সকাল

২০০৭ সালের পর ঘরের মাঠে এই প্রথম সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহকে ছাড়া সাদা পোশাকে ম্যাচ খেলতে নামল বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক হিসেবে নতুন এসাইনমেন্ট নাজমুল হোসেন শান্তর। তবে এক খালেদ আহমেদের পেসের সামনেই দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। দারুণ বল করে সকালের সেশন পুরোটাই রাজত্ব করলেন খালেদ, যেখানে টিকে থাকার সংগ্রামে বিপর্যস্ত দশা লঙ্কান ব্যাটসম্যানদের। খালেদ লঙ্কানদের হারানো প্রথম ৩ উইকেটের সবকয়টি একা দখলে নিলেও শরিফুল-নাহিদ দেখিয়ে চলেছেন পেসের ঝাঁজ। খালেদের সাথে সেশনের শেষদিকে উইকেট পার্টিতে যোগ দেন শরিফুল।

এক খালেদের কল্যাণে সিলেট টেস্টের প্রথম সেশন দারুণভাবে কাটিয়েছে বাংলাদেশ। ২২ ওভার বল করে ৯২ রান দেওয়ার বিনিময়ে তুলে নিয়েছে ৫ উইকেট। মধ্যাহ্নভোজের বিরতিতে বেশ স্বস্তি নিয়েই ড্রেসিংরুমে ফিরল নাজমুল হোসেন শান্তরা।

সিলেটে সকাল-সকাল মাঠে বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট সিরিজ।  টস ভাগ্য এসেছে বাংলাদেশের পক্ষে, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সিদ্ধান্ত জানালেন আগে বোলিংয়ের। বাংলাদেশের ১০৩তম ক্রিকেটার হিসাবে নাহিদ রানার টেস্ট অভিষেক। তিন পেসারের সাথে একাদশে দুইজন বিশেষায়িত স্পিনার রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। শরিফুল-খালেদের সাথে নতুন মুখ নাহিদ রানা। স্পিন আক্রমণে তাইজুল ইসলামের সাথে থাকবেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ অবশ্য ইনিংসের দ্বিতীয় ওভারেই সাফল্য পায়। লঙ্কান ওপেনার নিশাদ মাদুশকাকে ফেরাতে খালেদ আহমেদের বলে থার্ড স্লিপে দাঁড়িয়ে দারুণভাবে ক্যাচ লুফে নেন মেহেদী হাসান মিরাজ। এরপর অবশ্য জমে ওঠে দিমুথ করুণারত্নে আর কুশল মেন্ডিসের জুটি। ব্রেকথ্রুর অপেক্ষায় থাকা বাংলাদেশ স্বস্তি পায় খালেদের হাতেই। ১৬ রানে থাকা কুশল মেন্ডিসকে এক্সট্রা বাউন্সারে সহজ ক্যাচ বানান খালেদ। শেষ ৬ ইনিংস মিলিয়ে মেন্ডিসের নামের পাশে কেবল ৭৬ রান।

ওভারের দ্বিতীয় বলে মেন্ডিসকে ফিরিয়ে শেষ ডেলিভারিতে খালেদ ভাঙেন দিমুথ করুণারত্নের স্টাম্প। এক খালেদের জোড়া আঘাতে ইনিংসের ১২তম ওভারেই দুই সেট ব্যাটারকে হারিয়ে বসে শ্রীলঙ্কা। এরপর শান্তর অনবদ্য এক থ্রোতে রান আউটের ফাঁদে পড়েন অ্যাঞ্জেলো ম্যাথুস। ৭ বল খেলা ম্যাথুস ৫ রানের বেশি করতে পারেননি। ৪৭ রানে ৪ উইকেট হারানো শ্রীলঙ্কা ৫৭ রানে হারায় তাদের পঞ্চম উইকেট। খালেদ আহমেদের তিন উইকেট শিকারের পর অবশেষে উইকেটের দেখা পেল নতুন কেউ। শরিফুল ইসলামের বলে লেগ স্লিপে মিরাজের হাতে ক্যাচ হন দীনেশ চান্দিমাল।

Details Bottom