রিয়াদ-হৃদয় ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বাংলাদেশের লিড ২-০
রিয়াদ-হৃদয় ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বাংলাদেশের লিড ২-০
রিয়াদ-হৃদয় ঝড়ে উড়ে গেল জিম্বাবুয়ে, বাংলাদেশের লিড ২-০
সিরিজে ২-০'তে এগিয়ে যেতে বাংলাদেশকে করতে হত ১৩৯। লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা অবশ্য দারুণ করে লিটন-তামিমের ওপেনিং জুটি। কিন্তু মুহূর্তেই ছন্দপতন, দ্রুতই বিদায় নেনে তামিম-শান্ত-লিটন। আশা জাগিয়েও বড় রানের দেখা পাননি জাকের আলি। তবে এদিন স্বস্তি এনে দিয়েছেন তাওহীদ হৃদয়। শেষবেলায় তাকে সঙ্গ দিতে এসে তাণ্ডব চালান মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুইয়ের ৪৯ রানের জুটিতে বাংলাদেশ ম্যাচ জিতেছে ৬ উইকেটে।
জিম্বাবুয়ের দেওয়া ১৩৯ রানের টার্গেট বাংলাদেশ টপকে গেছে ১৮.৩ ওভারে, মাত্র ৪ উইকেট হারিয়ে। এমন রোমাঞ্চকর জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকদের লিড এখন ২-০'তে। তাওহীদ হৃদয় ২৫ বলে ৩৭ রানের ইনিংসে থাকেন অপরাজিত, অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ দলকের জিতিয়ে মাঠ ছাড়েন নামের পাশে ২৬ রান নিয়ে।
ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ রাঙিয়ে দলকে জিতিয়ে আসা ওপেনার তানজিদ হাসান তামিম আজও ছিলেন নিজের চেনা ছন্দে। তবে বিপত্তি বাধে প্রথম পাওয়ার প্লের শেষ ওভারে। অ্যান্সলে লোভুকে স্লগ সুইপ করতে গিয়ে ব্যর্থ তামিম, ব্যক্তিগত ১৮ রানে নিয়েছেন বিদায়। ব্যাট হাতে শেষবেলায় দারুণ করা ব্রায়ান বেনেট এবার লুফে নিলেন অনবদ্য এক ক্যাচ। আর তাতেই ভাঙে বাংলাদেশের ৪১ রানের উদ্বোধনী জুটি।
তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগের ম্যাচে ২১ করলেও আজ ১৬ রানের বেশি করতে পারেননি। লুক জঙ্গে নিজের দ্বিতীয় ওভার করতে এসে মাত্র ৩ রান খরচায় শিকার করেন জোড়া উইকেট। ওভারের তৃতীয় বলে শান্তকে ফিরিয়ে শেষ ডেলিভারিতে তুলে নেন সেট হয়ে যাওয়া ওপেনার লিটন দাসের গুরুত্বপূর্ণ উইকেট।
সাগরিকায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১ রানের বেশি করতে পারেননি লিটন দাস। একদিন পর একই মাঠকে ক্যানভাস বানিয়ে তাতে যেন রং তুলির আঁচর দিয়ে জানান দিলেন, ছন্দে ফিরেছেন লিটন। কিন্তু হঠাৎই ছন্দপতন, ইনিংসের ১০তম ওভারের শেষ ডেলিভারিতে লুক জঙ্গে ফেরান প্যাভিলিয়নে। স্লোয়ার বলে পরাস্ত লিটন ক্যাচ তুলেন জোনাথন ক্যাম্পবেলের হাতে। ফেরার আগে তার ২৩ রানের ইনিংস সাজানো ১ ছয় ও ২ চারে, ২৫ বল খেলে।
জাকের আলি অনিক আজ ব্যাটিং পজিশন এগিয়ে নেমেছেন পাঁচে। সঙ্গী হিসেবে পান তাওহীদ হৃদয়কে। তবে জাকেরের ব্যাটিং শো এদিন অবশ্য বেশিসময় দেখার সুযোগ পাননি চট্টগ্রামের দর্শকেরা। রিচার্ড এনগারাভার বলের লাইন মিস করে হারিয়েছেন স্টাম্প। ব্যক্তিগত ১৩ রানে জাকের প্যাভিলিয়নের পথ ধরলে বাংলাদেশ ৯৩ রানে হারায় চতুর্থ উইকেট। এরপর বাংলাদেশ ম্যাচের বাকি অংশ শেষ করে আসে তাওহীদ হৃদয় আর মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে চড়ে।