সাকিবের লড়াকু ইনিংসেও শিরোপা অধরা, আইএল টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ল ডেজার্ট ভাইপার্স

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সাকিবের লড়াকু ইনিংসেও শিরোপা অধরা, আইএল টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ল ডেজার্ট ভাইপার্স

সাকিবের লড়াকু ইনিংসেও শিরোপা অধরা, আইএল টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ল ডেজার্ট ভাইপার্স

সাকিবের লড়াকু ইনিংসেও শিরোপা অধরা, আইএল টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ল ডেজার্ট ভাইপার্স

সাকিব আল হাসানের ব্যাটেই জয়ের স্বপ্ন বুনেছিল এমআই এমিরেটস। শুরুতে দ্রুত উইকেট হারিয়ে যখন ম্যাচ হাতছাড়া হওয়ার শঙ্কা, তখন দায়িত্ব কাঁধে তুলে নেন বাংলাদেশি অলরাউন্ডার। তবে তার লড়াকু ইনিংসও শেষ পর্যন্ত শিরোপার পথে দলকে টেনে নিতে পারেনি।

দুবাইয়ে অনুষ্ঠিত আইএল টি-টোয়েন্টির ফাইনালে সাকিবের এমআই এমিরেটসকে ৪৬ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ডেজার্ট ভাইপার্স। স্যাম কারানের নেতৃত্বে দাপুটে পারফরম্যান্সে ইতিহাস গড়ে দলটি।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ভাইপার্স ২০ ওভারে ৪ উইকেটে তোলে ১৮২ রান। অধিনায়ক স্যাম কারান ছিলেন ইনিংসের মূল ভরসা। ৫১ বল খেলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে অপরাজিত ৭৪ রান করেন তিনি। তাকে ভালোভাবে সঙ্গ দেন ম্যাক্স হোল্ডেন (৩২ বলে ৪১), ড্যান লরেন্স (১৫ বলে ২৩) ও ফখর জামান (১৫ বলে ২০)।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় এমআই এমিরেটস। মাত্র ৫৪ রানেই হারিয়ে ফেলে চার উইকেট। এমন চাপে দলের হাল ধরেন সাকিব আল হাসান। পঞ্চম উইকেটে কাইরন পোলার্ডকে সঙ্গে নিয়ে ৪৫ বলে ৬০ রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেন তিনি।

ব্যাট হাতে দলের সর্বোচ্চ ইনিংস খেলেন সাকিব। ২৭ বলে ৩টি চারের সাহায্যে করেন ৩৬ রান। কিন্তু তার বিদায়ের পর ভেঙে পড়ে এমিরেটসের প্রতিরোধ। পোলার্ড ২৮ বলে ২৮ রান করলেও ব্যবধান কমাতে পারেননি।

এর আগে বল হাতে সাকিব এক ওভার বোলিং করে দেন ১০ রান, উইকেটের দেখা পাননি। শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে যায় এমআই এমিরেটস। আর সাকিবের হতাশা সঙ্গী করেই নতুন চ্যাম্পিয়নের মুকুট ওঠে ডেজার্ট ভাইপার্সের মাথায়।