Image

পিএসএল খেলতে বিসিবির এনওসি চেয়েছেন নাহিদ রানা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 12 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পিএসএল খেলতে বিসিবির এনওসি চেয়েছেন নাহিদ রানা

পিএসএল খেলতে বিসিবির এনওসি চেয়েছেন নাহিদ রানা

পিএসএল খেলতে বিসিবির এনওসি চেয়েছেন নাহিদ রানা

২০২৫ মৌসুমের পিএসএল খেলতে এনওসি চেয়েছেন নাহিদ রানা। এবারের পাকিস্তান সুপার লিগে তিন বাংলাদেশি ক্রিকেটার দল পেলেও এখন অবদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এনওসি চেয়ে আবেদন করেছেন তরুণ পেসার নাহিদ রানা।

টাইগার পেসার নাহিদ রানা প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন। তবে বাবর আজমদের পেশোয়ার জালমির হয়ে নাহিদ রানার পিএসএল খেলা নিয়ে আছে শঙ্কা। একই সময়ে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে দল।

তবুও আজ বিসিবির কাছে পিএসএল খেলতে চেয়ে আবেদন পত্র জমা দিয়েছেন নাহিদ রানা। পিএসএলের এবারের আসর শুরু হবে আগামী ১১ এপ্রিল। নো অবজেকশন সার্টিফিকেট পেলে ঈদের পরপরই পাকিস্তানের উদ্দেশ্যে বিমানে বসবেন রানা। 

২০২৫ পিএসএলের ড্রাফটে বাংলাদেশ থেকে দল পান তিন ক্রিকেটার—নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি, লিটন দাসকে করাচি কিংস এবং রিশাদ হোসেনকে নিয়েছে লাহোর কালান্দার্স। জাতীয় দলের ব্যস্ততা ও স্বাস্থ্যগত কারণে বিসিবি যদি এই তিন ক্রিকেটারকে ছাড়পত্র না দেয় তাহলে বড় সুযোগ মিস করবেন তারা। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three