Image

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ভাইস-ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ভাইস-ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিস

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ভাইস-ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিস

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ভাইস-ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিস

২০২৫ সালের আইপিএলের জন্য দিল্লি ক্যাপিটালস ফাফ ডু প্লেসির নাম সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে। এবং দলের অধিনায়কত্ব করবেন আক্সার প্যাটেল। 

৪০ বছর বয়সী ডু প্লেসিকে গত বছর আইপিএলের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে দিয়েছিলো। তারপর গত বছরের মেগা অকশন থেকে ২ কোটি রূপি মূল্যে দিল্লি ক্যাপিটালসে যোগ দেন তিনি। তিনটি সিজনে আরসিবির নেতৃত্ব দেওয়া ডু প্লেসি আইপিএলে ১৪৫ ম্যাচে ৪৫৭১ রান করেছেন, যার গড় ৩৫.৯৯ এবং স্ট্রাইক রেট ১৩৬.৩৭।

এবারের আইপিএলের জন্য দিল্লি ক্যাপিটালস দলটি একেবারে নতুন করে সাজানো হয়েছে। সেই ধারাবাহিকতায় নেতৃত্বেও এসেছে ব্যাপক পরিবর্তন। রিশাভ প্যান্টকে বাদ দেওয়া হয়েছে এবং তার জায়গায় আক্সার প্যাটেলকে অধিনায়ক করা হয়েছে। 

পাশাপাশি, দলটির কোচিং স্টাফেও বড় ধরনের পরিবর্তন করা হয়েছে। যেখানে হেমাঙ্গ বাদানি প্রধান কোচ, কেভিন পিটারসেন দলীয় পরামর্শক এবং অন্যান্য অনেক সাবেক খেলোয়াড় এবং বিশেষজ্ঞকে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিযুক্ত করা হয়েছে।

এখন পর্যন্ত আইপিএলে কোনও শিরোপা জয়ী না হলেও দিল্লি ক্যাপিটালস এই নতুন নেতৃত্ব এবং কৌশলগত পরিবর্তনগুলির মাধ্যমে তাদের আইপিএল শিরোপা জয়ের স্বপ্ন পূরণ করার দিকে এক ধাপ এগিয়ে যেতে পারে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three