Image

ফেব্রুয়ারি মাসের সেরা শুবমান গিল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ফেব্রুয়ারি মাসের সেরা শুবমান গিল

ফেব্রুয়ারি মাসের সেরা শুবমান গিল

ফেব্রুয়ারি মাসের সেরা শুবমান গিল

ফেব্রুয়ারি মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হিসেবে ভারতীয় ওপেনার শুবমান গিল এবং অস্ট্রেলিয়ান স্পিনার আলানা কিংয়ের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

ভারতের শুবমান গিল তার অসাধারণ ব্যাটিং পারফরম্যান্সের জন্য ফেব্রুয়ারি মাসের পুরস্কার লাভ করেছেন। গিল ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ওডিআই সিরিজে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করেন এবং দুবাইয়ে বাংলাদেশ বিপক্ষে চমৎকার শতক হাঁকান। ফেব্রুয়ারি মাসে ৪০৬ রান করার মাধ্যমে তিনি আইসিসি মেনস ওডিআই ব্যাটিং র‍্যাংকিংয়ে শীর্ষ স্থান ফিরে পান।

গিল ফেব্রুয়ারি মাসে ৮৭, ৬০, এবং আহমেদাবাদে ১১২ রানের ইনিংস খেলে ইংল্যান্ডের বিপক্ষে ভারতকে সিরিজ জেতান। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০১ রান করেন। গিল এই পুরস্কারটি জয়ের পর বলেন, “এটা আমার জন্য দারুণ এক অর্জন। দলের জন্য ম্যাচ জেতানোই সবচেয়ে বড় প্রেরণা।”

অপরদিকে, অস্ট্রেলিয়ার আলানা কিং ফেব্রুয়ারি মাসে আইসিসি উইমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হন। তিনি অ্যাশেজ সিরিজে অসাধারণ বোলিং প্রদর্শন করেন এবং মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা রাখেন। প্রথম ইনিংসে তিনি ৪৫ রানে ৪ উইকেট নেন, এবং দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের প্রতিরোধ ভেঙে দেন।

আলানা কিং এই পুরস্কারটি জয়ের পর বলেন, “এই গ্রীষ্মে আমাদের দল খুবই ভালো খেলেছে। বিশেষত মেলবোর্নে সেই টেস্ট ম্যাচটি আমি দীর্ঘদিন মনে রাখব। অ্যাশেজ জয়ে আমার ভূমিকা ছিল খুবই গর্বের।”

Details Bottom
Details ad One
Details Two
Details Three