১১ হাজার রানের মাইলফলক বাবাকে উৎসর্গ করলেন নাঈম

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
১১ হাজার রানের মাইলফলক বাবাকে উৎসর্গ করলেন নাঈম

১১ হাজার রানের মাইলফলক বাবাকে উৎসর্গ করলেন নাঈম

১১ হাজার রানের মাইলফলক বাবাকে উৎসর্গ করলেন নাঈম

জাতীয় দলের জার্সিতে তাঁকে দেখা যায় না বহুদিন। টেস্টে সর্বশেষ খেলেছেন ২০১২ সালে, ওয়ানডেতে ২০১৪। কিন্তু এত বছরের ব্যবধানে নাঈম ইসলাম থেমে থাকেননি। ব্যাট হাতে নিজের ধারাবাহিকতা আর পরিশ্রম দিয়ে ঘরোয়া ক্রিকেটে তৈরি করেছেন নতুন ইতিহাস।


রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দ্বিতীয় মাঠে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচে ঢাকার বিপক্ষে রংপুরের হয়ে ব্যাট হাতে ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় ব্যাটার হিসেবে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন নাঈম ইসলাম।


ম্যাচের শুরুতে নাঈমের সংগ্রহ ছিল ১০,৯৫৩ রান। ফিফটির আগেই স্পর্শ করেন কাঙ্ক্ষিত ১১ হাজারের গণ্ডি, এরপর দারুণ ব্যাটিংয়ে পৌঁছান সেঞ্চুরিতে। ২২২ বল মোকাবেলায় ১৬টি চার মেরে অপরাজিত ১১১ রানে দিন শেষ করেন তিনি। তার ব্যাটে ভর করে রংপুর বিভাগ দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৩০৮ রান তোলে, যা ঢাকার বিপক্ষে এনে দেয় ৮৭ রানের লিড।


এর আগে ঢাকা বিভাগ ২২১ রানে অলআউট হয়, যেখানে মার্শাল আইয়ুব খেলেছিলেন দলের পক্ষে সর্বোচ্চ ১০৫ রানের ইনিংস।


নাঈমের এই সেঞ্চুরি কেবল রেকর্ড নয়, এক আবেগঘন মুহূর্তও। দিনশেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “১১ হাজার রান আমি বাবাকে উৎসর্গ করতে চাই। আমার বাবার খুব ইচ্ছা ছিল আমি জাতীয় দলের বড় মাপের খেলোয়াড় হব। হয়তো আমি অত বড় হতে পারিনি, কিন্তু এই দীর্ঘ যাত্রায় বাবা ও পরিবারের সমর্থনই আমাকে এখানে এনেছে।”


এর আগে ২০২৩ সালে নাঈম তুষার ইমরানের ৩২ সেঞ্চুরির রেকর্ড ভেঙে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হন। এবার ছুঁলেন আরেকটি মাইলফলক—১১ হাজার রানের ক্লাব, যেখানে তার আগে আছেন কেবল তুষার ইমরান।


বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফর্ম করা নাঈম ইসলাম যেন আজও তরুণদের শেখাচ্ছেন, পরিশ্রম কখনো বৃথা যায় না। তাঁর ব্যাটিং ক্যারিয়ার এখন কেবল রানের গল্প নয়, অধ্যবসায়ের এক প্রতীক।