নতুন সূচনায় ঢাকা লিগ, ক্লাব ও ক্রিকেটারদের জন্য সুখবর

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নতুন সূচনায় ঢাকা লিগ, ক্লাব ও ক্রিকেটারদের জন্য সুখবর

নতুন সূচনায় ঢাকা লিগ, ক্লাব ও ক্রিকেটারদের জন্য সুখবর

নতুন সূচনায় ঢাকা লিগ, ক্লাব ও ক্রিকেটারদের জন্য সুখবর

নানা আলোচনা ও আইনি জটিলতার মধ্য দিয়ে সম্পন্ন হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। নির্বাচনকে ঘিরে একাধিক বিতর্ক দেখা দেয়; আদালতের এক আদেশে এক প্রার্থী বৈধতা পেলেও, অপর আদেশে তিনি পরবর্তীতে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য বলে বিবেচিত হন। এই প্রেক্ষাপটে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিএনপি-ঘনিষ্ঠ প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়ায় এবং নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে।


নির্বাচনের পর ঢাকা লিগ বর্জনের হুমকিও দেয় তামিমের নেতৃত্বাধীন পক্ষ। তবে সব আলোচনা-সমালোচনার পর নবনির্বাচিত বোর্ড নতুন মৌসুমে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ দিয়ে লিগের যাত্রা শুরু করতে যাচ্ছে। লিগ আয়োজন করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এ উপলক্ষে অংশগ্রহণকারী ক্লাবগুলোর জন্য আর্থিক প্রণোদনা ৫০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।


সিসিডিএম চেয়ারম্যান আদনান রহমান দীপন জানান, “প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণ ফি আগে ছিল ৯ লাখ টাকা। এবার তা ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। অতিরিক্ত ৪.৫ লাখ টাকাসহ ক্লাবগুলো মোট ১৩.৫ লাখ টাকা পাবে। এর সঙ্গে জার্সি ও ব্যাগপ্যাক বাবদ আরও এক লাখ টাকা যুক্ত করে মোট প্রায় ১৪.৫ লাখ টাকা করে দেওয়া হবে প্রতিটি ক্লাবকে।”


বুধবার সিসিডিএম কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ঢাকা লিগে অংশগ্রহণকারী ১৭টি ক্লাব অংশ নেয়। বৈঠক শেষে দীপন সাংবাদিকদের জানান, উপস্থিত ক্লাবগুলো লিগে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। তাঁর ভাষায়, “কেউ অংশগ্রহণে অনীহা দেখায়নি। কয়েকটি ক্লাব সময় চেয়েছে, তবে সবাই খেলতে প্রস্তুত।”


তিনি আরও বলেন, “কাঠালবাগান, খেলাঘর ও আম্বার এই তিনটি ক্লাব জানুয়ারিতে লিগ খেলতে আগ্রহী। একটি ক্লাব চায় ডিসেম্বরে। তবে বাকিরা বলেছেন, লিগ শুরু হলেই তারা খেলবে। যারা বৈঠকে আসেনি, তারা ব্যক্তিগত কারণে অনুপস্থিত ছিল বলে জানিয়েছে।”


সিসিডিএম জানিয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকা প্রথম বিভাগ লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। পাশাপাশি এবারই প্রথমবারের মতো পুরো ঢাকা লিগের জন্য একটি নির্দিষ্ট ক্যালেন্ডার তৈরির পরিকল্পনা করছে সংস্থাটি।


দীপন বলেন, “আমরা চাই, ক্লাবগুলো আগেভাগেই জানুক কোন লিগ কবে শুরু হবে। এখন পর্যন্ত লিগের সময়সীমা অক্টোবর থেকে জুন পর্যন্ত হলেও, বাস্তবে তা এপ্রিল-মে মাসে এসে শেষ হয়ে যায়। এই সময়সীমা বাড়াতে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন।”


মাঠ ব্যবস্থাপনা প্রসঙ্গে সিসিডিএম চেয়ারম্যান জানান, প্রথম বিভাগ লিগ আয়োজনের জন্য পাঁচটি মাঠ প্রয়োজন হলেও তারা সাতটি মাঠ প্রস্তুত রেখেছে। বসুন্ধরা, বিকেএসপি ১ ও ২, কেরানিগঞ্জের তেঘড়িয়া এবং মোহাম্মদপুরের সিলিকন ভ্যালি মাঠ ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। ২০ নভেম্বরের পর বিকেএসপিও পুরোপুরি ব্যবহার করা যাবে।


এদিকে একসঙ্গে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের লিগ চালু করার পরিকল্পনা থাকলেও, প্রিমিয়ার লিগ আপাতত শুরু হচ্ছে না। বিপিএল, জাতীয় দল ও জাতীয় লিগের সূচির সঙ্গে সমন্বয়ের প্রয়োজন থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সময়-সুযোগ মিললে প্রিমিয়ার লিগ আয়োজনের কথাও ভাবছে সিসিডিএম।