Image

রবিনের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহীকে ৭ উইকেটে হারালো ঢাকা মেট্রো, বগুড়ায় পরিত্যাক্ত রংপুর-সিলেট ম্যাচ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রবিনের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহীকে ৭ উইকেটে হারালো ঢাকা মেট্রো, বগুড়ায় পরিত্যাক্ত রংপুর-সিলেট ম্যাচ

রবিনের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহীকে ৭ উইকেটে হারালো ঢাকা মেট্রো, বগুড়ায় পরিত্যাক্ত রংপুর-সিলেট ম্যাচ

রবিনের ঝড়ো ব্যাটিংয়ে রাজশাহীকে ৭ উইকেটে হারালো ঢাকা মেট্রো, বগুড়ায় পরিত্যাক্ত রংপুর-সিলেট ম্যাচ

এনসিএল টি-টোয়েন্টিতে রাজশাহীকে ঘরের মাঠে ৭ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রো। এদিকে বৃষ্টির কারণে বগুড়ায় পরিত্যাক্ত হয়েছে রংপুর ও সিলেটের মধ্যকার ম্যাচ।

সকাল থেকেই রাজশাহীতে বৃষ্টি, ফলে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। এক পর্যায়ে খেলা পরিত্যক্ত হওয়ার শঙ্কা জাগলেও শেষ পর্যন্ত বৃষ্টি থামলে তা ৫ ওভারে নামিয়ে নেয়া হয়।

টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে নাজমুল হোসেন শান্তর রাজশাহী। গোল্ডেন ডাক মেরে আবু হায়দার রনির বলে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ তুলে শুরুতেই ফেরেন শান্ত। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহান ২ রানে আউট হলে রাজশাহীর সংগ্রহ দাড়ায় ২ উইকেটে ১০ রান।

তারপর সাব্বির রহমান ও মেহরব হোসেন অহিন জুটি গড়ে প্রথমিক ধাক্কা সামাল দেন। শহিদুল ইসলামের ২ ওভারে ৩১ রান তুলে নিয়ে ৫ ওভার শেষে স্কোরবোর্ডে রাজশাহী জড়ো করে ৩ উইকেট হারিয়ে ৬০ রান।

৩ ছয় ও ১ চারে সাব্বির অপরাজিত থাকেন ৩৩ রানে অন্যদিকে অহিন অপরাজিত থাকেন ১৫ রানে। ঢাকা মেট্রোর হয়ে ২ টি উইকেট নেম আরিফ আহমেদ। 

৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক নাঈম শেখ ব্যর্থ হয়ে ফিরে যান ৮ বলে ৭ রান করে। আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ব্যাট চালাতে থাকেন ঝড়ের গতিতে। রবিন এক প্রান্তের হাল ধরলেও অপর প্রান্তে শফিকুল ইসলামের বলে যথাক্রমে ৬ ও ৮ রান করে ফিরে যান মাহমুদউল্লাহ ও আবু হায়দার রনি। 

অবশ্য ৩ বল হাতে রেখে ৪.৩ ওভারেই জয় তুলে নেয় ঢাকা মেট্রো। রবিন খেলেন ১২ বলে ৩০ রানের ইনিংস। মেরেছেন ৪ টি চার ও দ টি ছক্কা। 

রাজশাহীর হয়ে ২ টি উইকেট পান শফিকুল, ১ টি পান আসাদুজ্জামান পায়েল। অপরদিকে ১.৩ ওভারে ২০ রান খরচা করে কোনো উইকেট পাননি নাহিদ রানা।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three