অ্যাশেজে ফেরাটাই সুখবর, কামিন্সের নেতৃত্বে এগোচ্ছে অস্ট্রেলিয়া

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
অ্যাশেজে ফেরাটাই সুখবর, কামিন্সের নেতৃত্বে এগোচ্ছে অস্ট্রেলিয়া

অ্যাশেজে ফেরাটাই সুখবর, কামিন্সের নেতৃত্বে এগোচ্ছে অস্ট্রেলিয়া

অ্যাশেজে ফেরাটাই সুখবর, কামিন্সের নেতৃত্বে এগোচ্ছে অস্ট্রেলিয়া

অ্যাশেজের শুরুতে চোটের কারণে দলের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স মাঠের বাইরে থাকলেও অস্ট্রেলিয়া দুই টেস্ট জিতে নিজের দাপট দেখিয়েছে। এবার অ্যাডিলেডে তৃতীয় টেস্টে শতভাগ ফিট হয়ে ফিরেছেন কামিন্স, যা দলকে বড় সুখবর দিয়েছে।

বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া ১৫ জনের দল ঘোষণা করেছে, যেখানে একমাত্র পরিবর্তন হল অধিনায়ক কামিন্সের ফেরাটা। আগের স্কোয়াডের কেউ বাদ পড়েনি।

৩২ বছর বয়সী পেস অলরাউন্ডার কামিন্স গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে পিঠের নিচের চোটে আক্রান্ত হন। সেই কারণে অ্যাশেজের প্রথম দুই টেস্টে খেলতে পারেননি। কোচ অ্যান্ড্র্যু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, “আমাদের মনে হচ্ছে সে সেরা প্রস্তুতি নিয়েই দলে ফেরত এসেছে।”

চোটের কারণে কিছুটা ছন্দ হারানো ওপেনার উসমান খাওয়াজাও টিমে জায়গা ধরে রেখেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে তৃতীয় টেস্ট খেলবে।

ব্রিসবেনে গোলাপি বলের টেস্টে সব পেসার খেললেও অ্যাডিলেডে একাদশে ফিরবেন অফ স্পিনার ন্যাথান লায়ন। অ্যাডিলেডের পর মেলবোর্নে বক্সিং ডে এবং সিডনিতে নিউ ইয়ার টেস্ট অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেয়ারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড, বো ওয়েবস্টার।