বিগ ব্যাশে রিশাদের দল হোবার্ট হারিকেনসের ম্যাচের সময় সূচি

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিগ ব্যাশে রিশাদের দল হোবার্ট হারিকেনসের ম্যাচের সময় সূচি

বিগ ব্যাশে রিশাদের দল হোবার্ট হারিকেনসের ম্যাচের সময় সূচি

বিগ ব্যাশে রিশাদের দল হোবার্ট হারিকেনসের ম্যাচের সময় সূচি

 সব আনুষ্ঠানিকতা সেরে বিগ ব্যাশ লিগে যোগ দিতে দেশ ছেড়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বহুদিন ধরেই আলোচনায় থাকা এই তরুণ এবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার জনপ্রিয় ঘরোয়া টি–টোয়েন্টি আসরে মাঠে নামার সুযোগ পাচ্ছেন।

হোবার্ট হারিকেনসের হয়ে খেলবেন রিশাদ। বর্তমান চ্যাম্পিয়ন দলটি আগের মৌসুমেও তাকে দলে অন্তর্ভুক্ত করেছিল। তবে বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় সেবার অস্ট্রেলিয়া যাওয়া হয়নি তার। এবার আগেভাগেই সবুজ সংকেত পাওয়ায় বিগ ব্যাশের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে কোনো বাধা থাকেনি। তাই বিপিএল নিলামে তার নামও ছিল না।

হোবার্ট দলে তিন বিদেশি ক্রিকেটার থাকছেন এবার। রিশাদের সঙ্গে আছেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার লেগ স্পিনার রেহান আহমেদ এবং অলরাউন্ডার ক্রিস জর্ডান। প্রথম কলে জর্ডানকে নেওয়ার পর দ্বিতীয় কলে আবারও রিশাদকে দলে ভেড়ায় হারিকেনস। টানা দুই মৌসুমে একই খেলোয়াড়কে নেওয়া দলটির পরিকল্পনায় তার জায়গা যে গুরুত্বপূর্ণ তা পরিষ্কার করে দিয়েছে সিদ্ধান্তটি।

টি–টোয়েন্টি ক্রিকেটে রিশাদের অভিজ্ঞতা ৯৬ ম্যাচের। ব্যাট হাতে একটি ফিফটি রয়েছে, স্ট্রাইক রেট ১৩৪.৩৯। তবে দলে তার প্রধান ভূমিকা অবশ্যই লেগ স্পিন। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে জায়গা করে নেওয়ার পর তার বৈচিত্র্য, নিয়ন্ত্রণ এবং আক্রমণাত্মক মনোভাব নজর কাড়ছে নিয়মিতই।

বাংলাদেশ থেকে এর আগেও মাত্র একজন ক্রিকেটার বিগ ব্যাশে খেলেছেন সাকিব আল হাসান। ২০১৩–১৪ মৌসুমে অ্যাডিলেড স্ট্রাইকার্স এবং ২০১৪–১৫ মৌসুমে মেলবোর্ন স্টারসের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। প্রায় এক দশক পর আবারও একজন বাংলাদেশি ক্রিকেটারের বিগ ব্যাশে খেলার সুযোগ পাওয়া দেশের ক্রিকেটের জন্যও ইতিবাচক একটি বার্তা।

আগামী ১৪ ডিসেম্বর শুরু হচ্ছে এবারের বিগ ব্যাশ লিগ। আর হোবার্ট হারিকেনস প্রথম ম্যাচ খেলবে ১৬ ডিসেম্বর। সেই ম্যাচ থেকেই শুরু হতে পারে রিশাদের অস্ট্রেলিয়া অধ্যায় যেখানে নজর থাকবে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদেরও।

বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের সূচি
১৬ ডিসেম্বর হোবার্ট হারিকেনস - সিডনি থান্ডার দুপুর ২টা ১৫
১৮ ডিসেম্বর হোবার্ট হারিকেনস - মেলবোর্ন স্টার্স দুপুর ২টা ১৫
২১ ডিসেম্বর হোবার্ট হারিকেনস - মেলবোর্ন রেনেগেডস দুপুর ২টা ১৫
২৬ ডিসেম্বর হোবার্ট হারিকেনস - পার্থ স্কোরচার্স বিকাল ৪টা ১৫
২৯ ডিসেম্বর হোবার্ট হারিকেনস - মেলবোর্ন রেনেগেডস দুপুর ২টা ১৫
১ জানুয়ারি হোবার্ট হারিকেনস - পার্থ স্কোরচার্স দুপুর ২টা ১৫
৩ জানুয়ারি হোবার্ট হারিকেনস - সিডনি থান্ডার দুপুর ২টা ১৫
৯ জানুয়ারি হোবার্ট হারিকেনস - অ্যাডিলেড স্ট্রাইকার্স দুপুর ২টা ১৫
১১ জানুয়ারি হোবার্ট হারিকেনস - সিডনি সিক্সার্স সকাল ৯টা ৫
১৪ জানুয়ারি হোবার্ট হারিকেনস - ব্রিসবেন হিট দুপুর ২টা ১৫