ব্যাটিং ব্যর্থতার রাতেও হৃদয়ের লড়াকু ইনিংস, সমালোচনা ও দলের চ্যালেঞ্জ নিয়ে যা বললেন হৃদয়
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
সংবাদসম্মেলনে নির্বাচকদের উপর ক্ষোভ প্রকার করলেন লিটন
-
2
গৌহাটিতে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়: ৪০৮ রানে ভারতের লজ্জার পরাজয়
-
3
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ: একাদশে জাকের, বাদ সোহান
-
4
ব্যাটিং বিপর্যয়ে আয়ারল্যান্ডের কাছে টাইগারদের বিশাল হার
-
5
আয়ারল্যান্ডের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতার রাতেও হৃদয়ের লড়াকু ইনিংস, সমালোচনা ও দলের চ্যালেঞ্জ নিয়ে যা বললেন হৃদয়
ব্যাটিং ব্যর্থতার রাতেও হৃদয়ের লড়াকু ইনিংস, সমালোচনা ও দলের চ্যালেঞ্জ নিয়ে যা বললেন হৃদয়
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের গ্যালারিতে তখনো ম্যাচ পরবর্তী হতাশার ভার। একপাশে ড্রেসিংরুমে নীরবতা, অন্যদিকে মিডিয়ার প্রশ্নবাণের প্রস্তুতি। এমন ব্যাটিং বিপর্যয়ের দিনেও প্রায় একাই লড়াই করে গেছেন তাওহীদ হৃদয়। তাঁর ক্যারিয়ারসেরা ইনিংসও পারেনি বাংলাদেশের বড় হার ঠেকাতে কিন্তু কমিয়েছে ব্যবধান। আর এমন অবস্থার পর দলের প্রতিনিধিত্ব করতে সংবাদ সম্মেলনে হাজির হন হৃদয়।
১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ থেমেছে মাত্র ১৪২ রানে, ৯ উইকেট হারিয়ে। একই উইকেটে আয়ারল্যান্ড যেখানে তুলনামূলক স্বচ্ছন্দে ব্যাট করেছে, সেখানে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা আরও স্পষ্ট ছিল। হৃদয়ও এটি পরিষ্কারভাবে স্বীকার করেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে হৃদয় বলেন, "আপনারা নিজেদের জায়গা থেকে সমালোচনা করতেই পারেন। এটা আপনাদের অধিকার। অনেক সময় আপনাদের দু’একটা মন্তব্যেও আমাদের মধ্যে পরিবর্তন আসে।”
সমালোচনা সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট করে তিনি যোগ করেন, "আমি শুধু অনুরোধ করব যুক্তি দিয়ে সমালোচনা করুন। আমরা অনেক সময় একটি বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করে ফেলি। তবে সমালোচনা করলে বার্তা পাওয়া যায়, ভালো কিছু করার পথও তৈরি হয়।”
এই ম্যাচে ৫০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ক্যারিয়ার সেরা ৮৩ রানে অপরাজিত থাকেন হৃদয়। ব্যক্তিগত পারফরম্যান্স যতই উজ্জ্বল হোক, ব্যাটিং অর্ডারের সামগ্রিক চিত্র ততটাই উদ্বেগজনক। টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে চলতি বছরে বাংলাদেশের মিডল অর্ডারের স্ট্রাইক রেট সবচেয়ে কম মাত্র ১১৬.০৭।
এমন পরিস্থিতিতে উন্নতির প্রয়োজন আছে কি না প্রশ্ন ছোড়ার পর যুব ব্যাটার বলেন, "শুধু মিডল অর্ডার নয়, ওপেনার থেকে শেষ ব্যাটার সব জায়গাতেই উন্নতির সুযোগ আছে। উন্নতি হলে ভালো ফল অবশ্যই আসবে।”
বিপিএলে ওপেনার হিসেবে নিয়মিত দেখা গেলেও জাতীয় দলে সাধারণত ব্যাট করতে হয় নিচের দিকে। তবে চট্টগ্রামের ম্যাচে তিন নম্বরে সুযোগ পেয়ে খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। এ প্রসঙ্গে হৃদয়ের ব্যাখ্যা, "ক্রিকেট একার খেলা না, এটা টিম গেম। এখন দলে আমার জায়গা উপরে নেই, তাই নিচেই নামতে হচ্ছে।”
নিজেকে ঘিরে থাকা বাড়তি প্রত্যাশা, সমালোচনা বা দলে থাকা নিয়ে প্রশ্ন সবকিছু নিয়েই হৃদয়ের অবস্থান পরিষ্কার। তিনি বলেন, "অনেকে ভাবেন হয়তো আমি দলে থাকার মতো না। কিন্তু আমি যেখানে আছি ভালো আছি। যারা উপরে খেলছে, তারা দারুণ ফর্মে আছে, পারফর্ম করছে দেখলে বুঝতে পারবেন। আফসোস নেই। জীবন এমনই। সুযোগ পেলে যেখানে খেলি, সেখানেই দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করি।”
