২৫ বছর পর ভারতে সিরিজ জয়ের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 11 মিনিট আগে-
1
কামিন্সকে নিয়ে স্বস্তির বার্তা অস্ট্রেলিয়া শিবিরে, ব্রিসবেন টেস্টের আগে চূড়ান্ত সিদ্ধান্ত
-
2
তৃতীয় দিনশেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা, চাপে ভারত
-
3
সোহান ও সাকলাইনকে কেনো সুপার ওভারে পাঠানো হলো ব্যাখ্যা দিলেন আকবর আলী
-
4
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর: শক্তিশালী সি গ্রুপে বাংলাদেশ
-
5
২৫ বছর পর ভারতে সিরিজ জয়ের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা
২৫ বছর পর ভারতে সিরিজ জয়ের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা
২৫ বছর পর ভারতে সিরিজ জয়ের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা
গৌহাটিতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেcর রানচেজের শুরুতেই ধস নামাল দক্ষিণ আফ্রিকা। ৫৪৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দিনশেষে ভারতের সংগ্রহ ২৭–২। ম্যাচ বাঁচাতে শেষ দিন পুরোটা ব্যাট করতে হবে রোহিত শর্মার দলকে, না হলে টানা তৃতীয় হোম সিরিজেও হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে তাদের।
গত অক্টোবরে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হারার আগে টানা ১২ বছর ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজ হারেনি ভারত। এবার আবারও সেই শঙ্কা ঘনাচ্ছে।
কোলকাতায় প্রথম টেস্টে ৩০ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল প্রোটিয়ারা।
চতুর্থ দিনের শুরুতে ২৬ রানে অপরাজিত দক্ষিণ আফ্রিকা দ্রুতই ৭৭–৩ হয়ে ধাক্কা খেলেও হাল ধরেন ট্রিস্টান স্টাবস। টনি ডি জরজির সঙ্গে শতরানের জুটি এবং উইয়ান মালডারের সঙ্গে ৮২ রানের অংশীদারিত্বে তুলে আনেন দলের নিরাপদ লিড। ৯৪ রানে বোল্ড হয়ে শতকের আক্ষেপে থামেন তিনি। এরপরই ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা লিড তখন ৫১৪।
জবাবে ভারতের শুরুটা ছিল দুঃস্বপ্নের। মার্কো জানসেনের বাউন্সারে ক্যাচ দিয়ে ফেরেন যশস্বী জয়সওয়াল। এরপর সাইমন হার্মারের ঘূর্ণিতে বোল্ড হন কেএল রাহুল।
রাতে ‘নাইটওয়াচ’ হিসেবে নেমে ৪ রানে অপরাজিত আছেন কুলদীপ যাদব। তার সঙ্গী সাই সুদর্শন ৬ রানে ব্যাট করছেন।
