ব্যাটিং বিপর্যয়ে আয়ারল্যান্ডের কাছে টাইগারদের বিশাল হার

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ব্যাটিং বিপর্যয়ে আয়ারল্যান্ডের কাছে টাইগারদের বিশাল হার

ব্যাটিং বিপর্যয়ে আয়ারল্যান্ডের কাছে টাইগারদের বিশাল হার

ব্যাটিং বিপর্যয়ে আয়ারল্যান্ডের কাছে টাইগারদের বিশাল হার

প্রথম টি-টোয়েন্টি আয়ারল্যান্ডের কাছে রানের ৩৯ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আইরিশ বোলারদের আক্রমণে টাইগারদের ভয়াবহ ব্যাটিং ধ্বংসে সহজেই জয় পায় আয়ারল্যান্ড। 

চট্রগ্রামে টসে হেরে ব্যাট হাতে নেমে আয়ারল্যান্ড শুরু থেকেই আগ্রাসী খেলায় মেতে ওঠে। পল স্টার্লিং এবং টিম হেক্টর মিলে প্রথম চার ওভারে ৪০ রান যোগ করেন। তবে পঞ্চম ওভারে তানজিম সাকিবের বলে স্টার্লিং ২১ রানে সাজঘরে ফেরেন। নবম ওভারে হেক্টর ছক্কা হাঁকানোর চেষ্টা করলেও ৩২ রানে আউট হন।

এরপর হ্যারি টেক্টর লর্কান টাকারের সঙ্গে জুটি গড়ে দলের সংগ্রহ শতরানের গণ্ডি অতিক্রম করান। টাকার ১৮ রান করে আউট হন, এবং চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটি গড়ে হ্যারি ও কার্টিস ক্যাম্ফার দলের স্কোরকে আরও এগিয়ে নিয়ে যান। 

ক্যাম্ফার ২৪ রানে আউট হলেও হ্যারি টেক্টর ৩৭ বলে ফিফটি তুলে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৪৫ বলে ৫ ছক্কা ও ১ চারের মারে ৬৯ রানে ইনিংস শেষ করেন। তার সঙ্গে জর্জ ডকরেল ৭ বলে ১২ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ২৩ রান খরচ করেন, কিন্তু উইকেট পাননি। সর্বোচ্চ দুটি উইকেট নেয়া তানজিম সাকিব ৪১ রান খরচ করে দলকে কিছুটা স্বস্তি দেন। বাকিরা তুলনামূলকভাবে খরুচে ছিলেন।

১৮২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুঃস্বপ্নের মত শুরুটা করে বাংলাদেশ। দলীয় ২ রানেই তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। আরো ২ রান যোগ করতেই মার্ক অ্যাডায়ারের বলে ফেরেন লিটন দাস। তারপর একই পথ ধরেন পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৫/৩ 

গুরুতর চাপের মুহুর্তে হাল ধরতে পারেননি সাইফ হাসান ও। ১৩ বলে ৬ রান করে বিদায় নেন তিনি। বিপদ কাটিয়ে ওঠার চেষ্টা করেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। ব্যারি ম্যাকার্থির বলে ২০ রানে জাকের আউট হলে ভাঙে ৪৮ রানের এই জুটি। তখন ই জয়ের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের।

তারপরের ব্যাটাররা ক্রিজে এসেছেন আর আউট হয়ে ফিরে গেছেন। ম্যাথু হ্যামপ্রেস একে একে শিকার করেন তানজিম সাকিব, রিশাদ হোসেন এবং নাসুম আহমেদের উইকেট। নবম উইকেটে হৃদয়, শরিফুলের সাথে ৪৮ রানের জুটি গড়ে হারের ব্যবধান ই শুধু কমিয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ৯ উইকেটে ১৪২ রানে। একা লড়াই করে তাওহীদ হৃদয় করেছেন ৫০ বলে ৮৩ রান

আয়ারল্যান্ডের হয়ে ৪ টি উইকেট শিকার করেন ম্যাথু হ্যামপ্রেইস। ৩ টি উইকেট পান ব্যারি ম্যাকার্থি এবং ২ টি পান মার্ক অ্যাডায়ার।