কামিন্সকে নিয়ে স্বস্তির বার্তা অস্ট্রেলিয়া শিবিরে, ব্রিসবেন টেস্টের আগে চূড়ান্ত সিদ্ধান্ত

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 8 মিনিট আগে
কামিন্সকে নিয়ে স্বস্তির বার্তা অস্ট্রেলিয়া শিবিরে, ব্রিসবেন টেস্টের আগে চূড়ান্ত সিদ্ধান্ত

কামিন্সকে নিয়ে স্বস্তির বার্তা অস্ট্রেলিয়া শিবিরে, ব্রিসবেন টেস্টের আগে চূড়ান্ত সিদ্ধান্ত

কামিন্সকে নিয়ে স্বস্তির বার্তা অস্ট্রেলিয়া শিবিরে, ব্রিসবেন টেস্টের আগে চূড়ান্ত সিদ্ধান্ত

অ্যাশেজের প্রথম ম্যাচেই দারুণ এক জয় তুলে নেওয়ার পরও অস্ট্রেলিয়া শিবিরে সবচেয়ে বড় আলোচ্য বিষয় ছিল অধিনায়ক প্যাট কামিন্সের অবস্থা। পার্থে ট্রাভিস হেডের ঝড়ো সেঞ্চুরিতে দুই দিনেই ইংল্যান্ডকে উড়িয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে অজিরা। কিন্তু ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হয়েছিল তাদের। সেই সুযোগে নেতৃত্ব দেন স্টিভ স্মিথ।

দ্বিতীয় টেস্টের আগে এবার আশার বার্তা দিলেন অস্ট্রেলিয়া দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি জানালেন, কামিন্সকে ঘিরে পরিস্থিতি অনেকটাই অনুকূলে। ব্রিসবেনে ম্যাচ শুরুর আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ম্যাকডোনাল্ড বলেন, ‘এই টেস্টের আগে আমাদের প্রকৃত আলোচনা হবে। এখনো একটু কাজ বাকি আছে, তবে সবকিছুই খুব পজিটিভ।’
আরও যোগ করেন, ‘তার রিকভারি প্রায় শেষের দিকে।’

কোচ জানান, প্রথম টেস্টের চতুর্থ দিনে নেটে বল করার কথা ছিল কামিন্সের। তবে ম্যাচ আগেই শেষ হয়ে যাওয়ায় এবং দলকে ব্রিসবেনে ভ্রমণ করতে হওয়ায় পরিকল্পনায় পরিবর্তন আসে। তার ভাষায়, ‘চতুর্থ দিনে তার বল করার কথা ছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। ভ্রমণের কারণে সেটা সোমবার থেকে মঙ্গলবারে পিছিয়েছে। তাকে আবার নেটে দেখলেই আমরা তার ফেরার সম্ভাবনা নিয়ে পরিষ্কার ধারণা পাব।’

এদিকে আরেক পেসার জশ হ্যাজলউডকে ঘিরে যে শঙ্কা তৈরি হয়েছিল, তাও দূর করেন ম্যাকডোনাল্ড। জানালেন, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি পুরো সিরিজ থেকে ছিটকে যাননি। কোচ বলেন, ‘আমি মনে করি না সে পুরো সিরিজ থেকে ছিটকে গেছে। রিহ্যাব চলছে, সময়মতো আমরা আপডেট দেব। সিরিজের কোনো এক পর্যায়ে সে ফিরতে পারবে।’

পার্থ টেস্টে কামিন্স ও হ্যাজলউডের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছিলেন ব্রেন্ডন ডগেট ও স্কট বোল্যান্ড। অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে নজর কাড়েন ডগেট। তবে বোল্যান্ডকে হতে হয়েছে সবচেয়ে ব্যয়বহুল।