গৌহাটিতে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়: ৪০৮ রানে ভারতের লজ্জার পরাজয়

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
গৌহাটিতে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়: ৪০৮ রানে ভারতের লজ্জার পরাজয়

গৌহাটিতে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়: ৪০৮ রানে ভারতের লজ্জার পরাজয়

গৌহাটিতে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়: ৪০৮ রানে ভারতের লজ্জার পরাজয়

গৌহাটিতে বুধবার দ্বিতীয় টেস্টে ৪০৮ রানের বিশাল ব্যবধানে হেরে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো ভারত। নিজ মাঠে ভারতের ইতিহাসে এটি সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। একই সঙ্গে ১২ বছর পর ঘরের মাঠে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ হারল তারা।

২০০০ সালের পর প্রথমবার ভারতের মাটিতে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমার নেতৃত্বে প্রোটিয়ারা যে কতটা শক্তিশালী, সেটির আরেকবার প্রমাণ মিলল গৌহাটিতে।

দ্বিতীয় ইনিংসে ২৬০/৫ স্কোরে ইনিংস ঘোষণার পর ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় রেকর্ড ৫৪৯ রান। শেষ দিনে সেই পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ভারত গুটিয়ে গেল মাত্র ১৪০ রানে। পুরো ইনিংসে লড়াইয়ের নাম পান কেবল রবিন্দ্র জাদেজা। ৫৪ রানের ইনিংসে চেষ্টা করেছিলেন প্রতিরোধ গড়ার, কিন্তু একা হাতে লড়াইয়ে ফল মিলেনি।

দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার একাই নিয়েছেন ছয় উইকেট। তার ঘূর্ণিতে বারবার ভেঙে পড়েছে ভারতীয় ব্যাটিং লাইনআপ। ফিল্ডিংয়েও ইতিহাস গড়েছেন এইডেন মারক্রাম এক টেস্টে সর্বোচ্চ নয়টি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়ে শেষ করেছেন ম্যাচ।

টেস্ট চ্যাম্পিয়ন হিসেবে দক্ষিণ আফ্রিকার দাপট অব্যাহতই আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে শিরোপা জয়ের পর থেকে বাভুমার নেতৃত্বে খেলা ১২ টেস্টের ১১টিতেই জয় তুলে নিল তারা।

কোলকাতায় প্রথম টেস্ট ৩০ রানে জয়ের পর গৌহাটিতেও একই আধিপত্য। এর ফলে চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় অবস্থান আরও মজবুত করল প্রোটিয়ারা। অন্যদিকে ভারত নেমে গেল পঞ্চম স্থানে।