সংবাদসম্মেলনে নির্বাচকদের উপর ক্ষোভ প্রকার করলেন লিটন
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 26 মিনিট আগে আপডেট: 1 সেকেন্ড আগে
সংবাদসম্মেলনে নির্বাচকদের উপর ক্ষোভ প্রকার করলেন লিটন
সংবাদসম্মেলনে নির্বাচকদের উপর ক্ষোভ প্রকার করলেন লিটন
আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আলোচনায় বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। দল নির্বাচনে তাঁর মতামত নেয়া হয়নি এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
শামীম পাটোয়ারীকে দল থেকে বাদ দেয়া হয়েছে টি-টোয়েন্টি সিরিজ থেকে। অধিনায়কের কাছে এর কারণ জানতে চাইলে লিটন স্পষ্টভাবে বলেন, শামীম যে পারফরমার, তাকে দলে না রাখা দুঃখজনক। তিনি বলেন এই সিদ্ধান্ত তাঁর নিয়ন্ত্রণের বিষয় নয়; সবকিছুই নির্বাচক-কেন্দ্রিক।
“শামীম পাটোয়ারীর বাদ পড়াটা দুঃখজনক। শামীম পাটোয়ারী টি-টোয়েন্টি দলে থাকার মত পারফরমার। দেখেন থাকলে অবশ্যই ভালো হতো। দিস ইজ নট মাই কল। টোটালি সিলেক্টর কল। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোন কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে। উইদাউট অ্যানি নোটিশ।”
তাঁর এই অভিব্যক্তি শুধুই ব্যক্তিগত ক্ষোভ নয়, বরং টিম ম্যানেজমেন্ট ও সিলেকশন পদ্ধতির ওপরে প্রশ্ন তোলে। সিরিজের ময়দানে খেলোয়াড়দের মনোবল ও দলগত সমন্বয়ে এর প্রভাব কেমন দেখা যাবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
“আই থিঙ্ক, আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে এটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ার ইন হবে আর কোন প্লেয়ার আউট হবে। বাট আই হোপ যে, বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়াররই বেস্ট প্লেয়ার। যার জন্যই ন্যাশনাল টিমে আসে। যারা যে পনের জনই সিলেক্ট হবে না কেন, তারা ভালো করবে। বাট আমি শামীমের বাদ হওয়ার পিছনে কোন রিজন দেখি না। আর আমি কখনো এটার নোটিশও পাই নাই যে, কেন সে বাদ হয়েছে। বাট ও টিমে থাকলে ভালো হতো।”
অধিনায়ক হিসেবে পরে বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন কি না, কিন্তু বিষয়টি ‘অপমানজনক’ কি না এমন প্রশ্নের উত্তরে লিটন জানিয়েছেন,
"আমাকে পুরোপরি বলা হয়েছে, নির্বাচক প্যানেল ও বোর্ড থেকে যে দলটা দেওয়া হবে, সেই দলটা নিয়েই কাজ করতে হবে। আমার এখানে কথা থাকবে না যে আমি কোন খেলোয়াড়কে চাই, কোন খেলোয়াড়কে না চাই। আমি এত দিন জানতাম, যে যখন অধিনায়ক হয়, তার একটা দল গোছানোর একটা পরিকল্পনা থাকে। কিন্তু সম্প্রতি জানতে পারলাম, যে দলটা আমাকে দেওয়া হবে, আমার কাজ হচ্ছে সেই দলটাকে নিয়ে ভালো কিছু দেওয়া মাঠে।"
