নতুন রূপে বিপিএলঃ চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 7 সেকেন্ড আগে
নতুন রূপে বিপিএলঃ চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন

নতুন রূপে বিপিএলঃ চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন

নতুন রূপে বিপিএলঃ চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মঞ্চে ফিরছে পুরোনো উত্তাপ, তবে নতুন আঙিনায়। এবারের আসরে তিন দলের নামই বদলে গেছে, থাকছে নতুন উদ্যোক্তার ছোঁয়া। বৃহস্পতিবার বিপিএল গভর্নিং কাউন্সিল পাঁচটি দলের নাম অনুমোদন দিয়েছে, যেখানে ঢাকাও রংপুরের পরিচিত নাম অটুট থাকলেও নতুন রূপে হাজির হচ্ছে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট।

 রংপুর রাইডার্সই নাম অপরিবর্তিত রেখেছে। ঢাকার ফ্র্যাঞ্চাইজিও গত আসরের মতো খেলবে ‘ঢাকা ক্যাপিটালস’ নামে। অন্যদিকে নতুন তিন দলের নাম যথাক্রমে চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স।

চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি এবার নতুন। অতীতে এই ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন সময়ে খেলেছে চট্টগ্রাম কিংস, চট্টগ্রাম ভাইকিংস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নামে। রাজশাহীর ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছে নাবিল গ্রুপ, যাদের আগে দেখা গেছে দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস, রাজশাহী রয়্যালস ও দুর্বার রাজশাহী দলের সঙ্গে।

এবারের আসরে দল পেতে আগ্রহী ছিল মোট ১১টি প্রতিষ্ঠান। আর্থিক সক্ষমতা ও অন্যান্য যোগ্যতার মূল্যায়ন শেষে শেষ পর্যন্ত পাঁচটি প্রতিষ্ঠানকে ফ্র্যাঞ্চাইজি অনুমোদন দিয়েছে বিসিবি।

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের নতুন আসরের। আর ১৭ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে প্লেয়ার্স ড্রাফট।