তৃতীয় দিনশেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা, চাপে ভারত
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 47 সেকেন্ড আগে-
1
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল ঘোষণা
-
2
কামিন্সকে নিয়ে স্বস্তির বার্তা অস্ট্রেলিয়া শিবিরে, ব্রিসবেন টেস্টের আগে চূড়ান্ত সিদ্ধান্ত
-
3
মিরপুরে ধৈর্যের দেয়াল ভেঙে বাংলাদেশের দাপুটে সিরিজ জয়
-
4
তাইজুলের ছন্দে সাকিবের শূন্যতা পূরণ, বাঁহাতি স্পিনার হিসেবে নতুন রেকর্ড
-
5
মিরপুরে পাঁচ দিনের পূর্ণ টেস্ট, বিরল দৃশ্যের ম্যাচে দাপুটে জয় বাংলাদেশের
তৃতীয় দিনশেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা, চাপে ভারত
তৃতীয় দিনশেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা, চাপে ভারত
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে পুরো নিয়ন্ত্রণ নিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না ভারতের সামনে, কিন্তু দিনের খেলা শেষে ম্যাচ এমন অবস্থায় দাঁড়িয়েছে যে প্রোটিয়াদের নিজেদের পক্ষে ফল নিশ্চিত করাই এখন শুধু সময়ের ব্যাপার। প্রথম ইনিংসে ৪৮৯ রানের জবাবে ভারতকে মাত্র ২০১ রানে গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ২৬ রান তুলে দিনের ইতি টানে অতিথিরা। ফলে তাদের লিড দাঁড়ায় ৩১৪ রানে।
দিনটির প্রকৃত নায়ক বাঁহাতি পেসার মার্কো জ্যানসেন। ব্যাট হাতে আগের দিন ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বল হাতে তৃতীয় দিনে তুলে নেন ছয় উইকেট। তার বলের ধারাবাহিক আক্রমণে ভারতীয় ব্যাটিং লাইনআপ ৯৫/১ থেকে ১২১/৭ এ ধসে পড়ে। যদিও ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদবের ৭২ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়েছিল। তবু আবার জ্যানসেনের আগ্রাসন ভারতকে আর দাঁড়াতে দেয়নি। সুন্দরকে হার্মার ফেরানোর পর কুলদীপ ও বুমরাহকে আউট করেই জ্যানসেন ছয় উইকেট তুলে নেন।
ভারতের ব্যাটিং ব্যর্থতার পর দক্ষিণ আফ্রিকা ফলোঅন না করিয়ে আবার ব্যাট করতে নামে। দুই ওপেনার রায়ান রিকেলটন ও এইডেন মার্করাম সতর্ক ব্যাটিংয়ে দিনটি শেষ করেন অপরাজিত অবস্থায়।
